নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
শুক্রবার ফালাকাটা পারঙ্গেরপার শিশু কল্যাণ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো ফালাকাটা রেল স্টেশন ময়দানে। এই উপলক্ষে বিভিন্ন খেলার সাথে সাথে ছাত্র-ছাত্রী পরিবেশন করে নৃত্য। প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হয় এদিন।
এছাড়াও মাদারিহাট উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী পরিবেশ ও বৃক্ষ রোপণের উপ্ত-নৃত্য নাটিকা পরিবেশন করে এবং জলদাপাড়া জাতীয় উদ্যানের পক্ষ থেকে সবুজায়নের উপর সচেতনতা শিবির করে সহকারী বনাধিকারীক ও জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও কুমার বিমল, ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুরেশ লালা।
এছাড়াও উপস্তিত ছিলেন এলাকার বিশিষ্ট জনেরা সহ ক্রীড়া প্রেমী জনগণ।
এদিন পারঙ্গেরপার শিশু কল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. প্রবীর রায় চৌধুরী বলেন, “লেখাপড়ার মূল অঙ্গ হলো খেলাধুলা শরীর চর্চা। শরীর স্বাস্থ্য সুস্থ থাকলে উন্নত সমাজ গড়ে উঠবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584