নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
ছাত্রছাত্রীদের মধ্যে খেলাধুলা ও শরীরচর্চার ভাবনাকে আরও ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের মৌপাল হাইস্কুলে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া উৎসব ও পুরস্কার প্রদান অনুষ্ঠান।
সম্প্রতি বিদ্যালয় মাঠে আয়োজিত এই ক্রীড়া উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট ক্রিকেট প্রশিক্ষক ও প্রাক্তণ ক্রিকেটার সুশীল শিকারিয়া।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান অতিথি ড. অরুণাভ প্রহরাজ, বিশিষ্ট অতিথি বলরাম মাহাত , বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন সভাপতি যথাক্রমে শশাঙ্ক কুমার ধল ও সত্যপ্রিয় বিশ্বাস প্রমুখ।
আরও পড়ুনঃ অঙ্গার সোন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া উৎসবের আয়োজন
বিভিন্ন বিভাগের মোট ৪৩ টি ইভেন্টে প্রায় চারশ ছাত্র ছাত্রীর অংশগ্রহণ করে। শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ও পরিচালন কমিটির সদস্যদের হিট দ্য উইকেট ছাত্র ছাত্রীদের উৎসাহিত করে।প্রধান শিক্ষক ড.প্রসূনকুমার পড়িয়া জানান, পঠন পাঠন, সাংস্কৃতিক চর্চার পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রে আমাদের ছাত্র ছাত্রীর কৃতিত্ব উল্লেখযোগ্য।
বস্তাদৌড়, অংক দৌড়ের মতো মজাদার ও আকর্ষণীয় প্রতিযোগিতার পাশাপাশি উচ্চলম্ফন, ৮০০ মিটার দৌড় মতো প্রতিযোগিতা গুলিতে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। এককথায় ক্রীড়া প্রতিযোগিতার দুদিন সৃষ্টির আনন্দেই কাটল ছাত্র ছাত্রীদের। ক্রীড়া শিক্ষক দেবব্রত সাঁতরা ছাত্র ছাত্রীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের প্রারম্ভিক ও অন্তিম পর্ব সম্পাদনা করেন বিদ্যালয়ের সাংস্কৃতিক উপসমিতি। পুরস্কার প্রদান অনুষ্ঠানের শেষে সবাইকে ধন্যবাদ, জানান ক্রীড়া শিক্ষিকা আল্পনা ভুঁইঞা। প্রতিযোগিতায় সবার মধ্যে সেরার সেরা হয় দশম শ্রেণির ছাত্রী কল্পনা টুডু এবং ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সুমিতা মানা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584