পিয়ালী দাস,বীরভূমঃ
যেন পুনঃমুষিক ভব,বোলপুরে নিজের কেন্দ্রে ভোট দিতে এসে যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরা আচমকাই সাক্ষাৎ করতে চলে আসেন প্রাক্তন দলেরই বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডলের সাথে।এই খবর প্রচার হওয়ার সাথে সাথেই চারিদিকে রই রই রব পড়ে যায়। বাংলা রাজনীতিতে শুরু হয়েছে ব্যাপক জল্পনা। তবে স্নেহ দেখাতে কসুর করেননি বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।
সহাস্য মুখে অনুব্রত মণ্ডল জানিয়ে দেন, “একটু বোকামো করে ফেলেছে অনুপম,দলে থাকলে ওকেই বোলপুরের আবার প্রার্থী করতাম,দিদিকে বলেছিলাম অনুপম প্রার্থী হলে আমার কোন আপত্তি নেই।”
উল্লেখ্য,তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার হওয়ার পর অনুপম হাজরাকে ছাগল বলে কটাক্ষ করেছিল বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।তবে এদিন অনুপম কে নিয়ে ভোটের দিন অর্থাৎ সোমবার নিজের দলীয় কার্যালয়ে মধ্যাহ্নভোজন সারলেন।
আরও পড়ুনঃ আবার নজরবন্দি অনুব্রত
খাবার শেষে হাসতে হাসতে অনুব্রত মণ্ডল বলেন অনুপম হাজরাকে দলে ফিরিয়ে নেওয়া হলেও হতে পারে।এদিকে অনুপম হাজরা অনুব্রত মণ্ডলের সঙ্গে সাক্ষাৎ শেষে জানান, “কাকার সাথে আমার বরাবরই সুসম্পর্ক ছিল,রাজনীতি বিষয়টা অন্য, কিন্তু দুটি মানুষের সম্পর্কের মধ্যে কখনো চির ছিল না আজও চির নেই,কাকুকে কেউ ভুল বুঝিয়ে ছিল।আর কিছু বলতে চাই না।”
সব শেষে রাজনৈতিক তরজা যেখানে সর্বত্র সেখানে দুই বিরোধী দলের নেতার একসাথে সময় কাটানোর মতো ভিন্ন চিত্র ধরা পড়লো বীরভূমে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584