শ্যামল রায়,কলকাতাঃ
পুজোর সময় কলকাতার স্বেচ্ছাসেবী সংস্থা আনন্দম দুষ্ট গরিবদের পাশে দাঁড়িয়েছিল।
সোদপুরের যুব সংসদ উত্তর পল্লীর দুর্গোৎসব কমিটির সূচনালগ্নে আনন্দম শামিল হয়েছিল তাদের কর্মকাণ্ড নিয়ে।গরীব মাদের মধ্যে নতুন বস্ত্র শাড়ি সায়া ব্লাউজ এবং বিস্কুট সহ মিষ্টি খাবার পরিবেশন করা হয়েছিল।আনন্দমের সম্পাদিকা সোমা রায় জানিয়েছেন যে “পুজোর সময় আমরা দেখতে পাই বহু অসহায় গরীব দুস্থ মানুষ তারা মন খারাপ করে বসে থাকে একদিকে অভাব অন্যদিকে তাদের পাশে দাঁড়ানোর কেউ না থাকার কারণে। আনন্দমমের তরফ থেকে আনন্দ ভাগ করে নেয়ার জন্যই আমরা পুজোর কয়টা দিন আমরা গরীব অসহায় মায়েদের পাশে দাঁড়িয়ে ছিলাম।” বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে উপস্থিত ছিলেন সুস্মিতা মুখার্জী,শর্মিলা মুখার্জি শম্পা চৌধুরি রুমা মুখার্জী অসীম চক্রবর্তী লিপিকা সেন সহ অনেকে।শুধুমাত্র গরিব অসহায় মা’দের পাশে দাঁড়ানো নয় সাংস্কৃতিক সন্ধ্যায় নাচ গান কবিতা শ্রুতি নাটক ছিল।
আনন্দমমের এই ধরনের অভিনবত্ব আয়োজন পুজো কমিটির উদ্যোক্তাদের সাথে ঐ সমস্ত এলাকার মানুষ ভীষণ ভাবে খুশি এবং আনন্দিত হয়েছিলেন বলে খবর রয়েছে আমাদের কাছে।
আগামী দিন আনন্দম আরো অভিনবত্ব সঙ্গে নানান ধরনের সামাজিক কর্মকান্ড নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াবে এটাই কাম্য বলে মনে করছেন এলাকার বাসিন্দারা।
আরও পড়ুনঃ স্বাস্থ্যকর্মী দের নিয়ে আলোচনা সভা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584