নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
বুধবার মধ্যরাত থেকে ইউক্রেনের ওপর সরাসরি সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এবার ভ্লাদিমির পুতিন সরকারের বিরুদ্ধে ‘সাইবার যুদ্ধ’ ঘোষণা করলো হ্যাকিং গ্রুপ ‘অ্যাননিমাস’। এই ‘অধরা’ কম্পিউটার বিশেষজ্ঞ দলটি তাদের টুইটার অ্যাকাউন্টে বৃহস্পতিবার রাত ১০টা ঘোষণা করে “ কালেক্টিভ অ্যাননিমাস আনুষ্ঠানিকভাবে সাইবার যুদ্ধ শুরু করলো রাশিয়া সরকারের বিরুদ্ধে।“
আর এই ঘোষণার প্রায় ৩০ মিনিটের মধ্যে তারা জানিয়ে দেয় যে ক্রেমলিন সমর্থিত টিভি চ্যানেল RT-র ওয়েবসাইট এখন তাদের দখলে। এই চ্যানেলটি ব্রিটেনেও সম্প্রচারিত হয়। প্রচুর সমালোচনা হয় এই চ্যানেলের প্রতিবেদন সম্পর্কে। আজ সকাল পর্যন্ত চ্যানেলটি পুনরুদ্ধার করা সম্ভব হয়নি বলেই জানা গিয়েছে। এই ঘোষিত সাইবার যুদ্ধের জেরে ধারাবাহিক হ্যাকিং-এর মুখে পড়তে চলেছে রাশিয়া।
The Anonymous collective is officially in cyber war against the Russian government. #Anonymous #Ukraine
— Anonymous (@YourAnonOne) February 24, 2022
Put yourselves in the shoes of the Ukrainians being bombed right now. Together we can change the world, we can stand up against anything. It is time for the Russian people to stand together and say "NO" to Vladimir Putin's war.
We are Anonymous.
We are LegionExpect us.
— Anonymous (@YourAnonNews) February 24, 2022
উল্লেখ্য, রাশিয়ার এই অভিযান আগে ইউক্রেনের সরকারি ওয়েবসাইট ও ব্যাঙ্কগুলি ব্যাপক সাইবার হানার কবলে পড়তে চলেছিল। তাদের বিশ্বাস এই সাইবার হানার চেষ্টা করেছিল রাশিয়া-ই। তবে রাশিয়ার বিরুদ্ধে ‘সাইবার যুদ্ধ’ ঘোষণা করায় ‘কালেক্টিভ অ্যাননিমাস’ ব্যাপক সমর্থন পেয়েছে বিশ্বজুড়ে।
I was wondering why https://t.co/zNAL7OlkhR was down all day. There was a cyberattack by Anonymous. pic.twitter.com/RgHE4n6DJG
— 🅹🅾🅴🆈աrecκ ☭ (@joeywreck) February 24, 2022
আরও পড়ুনঃ ১৮ থেকে ৬০ বছর বয়সী পুরুষ নাগরিকরা দেশ ছাড়তে পারবেন না, নয়া নির্দেশিকা ইউক্রেন সরকারের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584