ওয়েবডেস্ক,নিউজফ্রন্ট, দিল্লী:
আজই ধর্ষণে অভিযুক্ত আরেক স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপুর বিচারে গড়িমসি, বিলম্ব কেন, গুজরাত সরকারের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট।
গত চারবছর ধরে জেলবন্দি হয়ে রয়েছে আসারাম বাপু। এক মহিলা তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ জানিয়েছেন। অথচ কেন তাকে ডেকে একবারও জিজ্ঞাসাবাদ করা হল না। গুজরাত সরকারকে এই নিয়ে প্রশ্ন করেছে সুপ্রিম কোর্ট। কেন ট্রায়াল এত ধীরগতিতে চলছে তা নিয়েও বিজয় রূপানি সরকারকে বিঁধেছে সর্বোচ্চ আদালত।
২০১৩ সালের অগাস্ট মাস থেকে রাজস্থানের জেলে বন্দি ৭৬ বছরের আসারাম বাপু। নিজের আশ্রমে ১৬ বছরের এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তার ঠিক দুমাস পরে আসারামের ছেলে নারায়ণ সাই গুজরাতের আশ্রমে দুজন মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। সেই মামলা চলছে গান্ধীনগরের আদালতে।
শরীর খারাপ হয়ে পড়া সহ নানা কারণ দেখিয়ে আসারাম বাপু জামিন চেয়েছিলেন। সুপ্রিম কোর্ট অবশ্য সম্মতি দেয়নি।
এদিকে আসারাম, তাঁর ছেলে জেলে থাকা অবস্থাতেই ধর্ষণ মামলার ৬ সাক্ষীর ওপর হামলা হয়েছে, মারা গিয়েছে দুজন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584