ফের কাশ্মীরে গ্রেপ্তার সাংবাদিক, টুইটারে সর্বদা সরকার বিরোধী প্রচার চালানোর অভিযোগ পুলিশের

0
75

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

ফের কাশ্মীরে গ্রেপ্তার সাংবাদিক। বারে বারে কাশ্মীরে সাংবাদিক গ্রেপ্তারের ঘটনায় সংবাদ কর্মীদের দাবি সরকার বিরোধী খবর করলেই কাশ্মীরে নিশানা করা হচ্ছে সাংবাদিকদের। পুলিশি হেনস্থার মুখে পড়তে হচ্ছে তাঁদের।

Kashmir Journalist
সাংবাদিক সাজ্জাদ গুল, ছবিঃ দ্য এক্সপ্রেস ট্রিবিউন

বান্দিপোরার হাজিন এলাকার বাসিন্দা সাংবাদিক সাজ্জাদ গুল-কে কাশ্মীরে আইনশৃঙ্খলা ভঙ্গে উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় সাজ্জাদের পোস্ট করা একটি ভিডিওকে কেন্দ্র করে এই গ্রেপ্তারি। গতকাল রাতে প্রথমে সেনা বাহিনী আটক করে সাজ্জাদকে ও তারপরে উপত্যকার পুলিশ গ্রেপ্তার করে তাঁকে। সাংবাদিক সাজ্জাদ গুলের বিরুদ্ধে ষড়যন্ত্রে যুক্ত থাকা, জাতীয় সং‌হতির বিরোধী বক্তব্য পেশ, জনমানসে আতঙ্ক তৈরির অভিযোগ রুজু করা হয়েছে।

৩ জানুয়ারি শ্রীনগরে সেনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয় জঙ্গি কমান্ডার সেলিম প্যারে। এই ঘটনায় হাজিন এলাকায় বিক্ষোভও দেখান স্থানীয় বেশ কিছু মানুষ। পাশাপাশি বিক্ষোভ দেখিয়েছিলেন প্যারের পরিবারের সদস্যরাও। সেই বিক্ষোভের ভিডিয়ো পোস্ট করেন সাজ্জাদ। পুলিশের দাবি, সাংবাদিক সাজ্জাদ গুল টুইটারে সর্বদা সরকার-বিরোধী প্রচার চালান।

আরও পড়ুনঃ পাকিস্তানের মুরি শহরে তুষারপাতে শিশু সহ মৃত্যু ২২ জনের

পাশাপাশি পুলিশের অভিযোগ, রাজস্ব দপ্তর গত বছরে সাজ্জাদের গ্রামে দখলদারির বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালাতে গেলে স্থানীয় মানুষকে সরকারের বিরোধিতা করতে ও সরকারি আধিকারিকদের বাধা দিতে উস্কানি দিয়েছিলেন তিনি। যদিও কাশ্মীরের সংবাদ কর্মীরা দাবি করছেন সরকারের সমালোচনায় কলম ধরলেই গ্রেপ্তার করা হচ্ছে তাঁদের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here