উপেক্ষার জবাব গেইলের

0
94

স্পোর্টস ডেস্ক, নিউজফ্রন্ট:-

লোকটা এবার চরমভাবে উপেক্ষিত। উপেক্ষার জবাব কী দুর্দান্তভাবেই না দিলেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব! কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আজ আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নেমে ৩৩ বলে ৬৩ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেলেন গেইল।

চলছে তান্ডব(ছবি-ক্রিকবাজ)

এবার আইপিএল নিলামে তাকে নিয়ে প্রথমে কোনো দলই আগ্রহ দেখায়নি। শেষ দিকে এসে গেইলেকে জলের দরে কিনেছে কিংস ইলেভেন পাঞ্জাব। তবে কিনলেও পাঞ্জাবের কাছ থেকেও সঠিক মূল্যায়ন পাননি ক্যারিবিয়ান তারকা।

প্রথম দুই ম্যাচে পাঞ্জাবের সেরা একাদশে জায়গা হয়নি গেইলের। তবে তিন নম্বর ম্যাচে এসে ক্যারিবিয়ান তারকাকে একাদশে সুযোগ দিয়েছে পাঞ্জাব। আজ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে পাঞ্জাবের হয়ে ওপেনিং করতে নেমেছিলেন গেইল।
নেমেই উপেক্ষার দাঁতভাঙা জবাব দিলেন । প্রথম বলেই হরভজন সিংকে দারুণ এক কাভার ড্রাইভে চার হাঁকিয়ে দেন। পরের চার বলে আর রান নিতে পারেননি গেইল। কিন্তু ঝড় তুলতে দেরি করেননি। হরভজন সিং, ইমরান তাহির, চাহারদের রীতিমতো কাঁদিয়ে ছাড়েন গেইল। জায়গায় দাঁড়িয়ে যখন একের পর এক চার-ছয় হাঁকাচ্ছিলেন তখন মনে হচ্ছিল উইকেটের সামনে দাঁড়িয়ে আছে যেন একটা আস্ত দৈত্য!

উল্লেখ্য, কিংস ইলেভেন পাঞ্জাবের ১৯৭ রানের জবাবে চেন্নাই সুপার কিংসের ৮ ওভারে তিন উইকেটের বিনিময়ে ৬৮ রান তুলেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here