নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
জলসা মুভিজ ওরিজিনালস-এ আসছে ‘অ্যান্টনি কবিয়াল’। এক লহমায় মনে পড়ে গেল ‘অ্যান্টনি ফিরিঙ্গি’ ছবির কথা। পর্তুগিজ ব্যবসায়ী হেন্সম্যান অ্যান্টনি ছিলেন বাংলা ভাষার কবি। তিনি কবিগান গাইতেন। তাঁর কাছে ধর্মের স্থান ছিল না। মানব ধর্মের প্রতি কেবল আস্থা ছিল তাঁর।
তাঁর জীবনকে কেন্দ্রে রেখে বিধায়ক ভট্টাচার্যের কালজয়ী নাটক অবলম্বনে তৈরি হয় বাংলা ছবি ‘অ্যান্টনি ফিরিঙ্গি’। পরিচালক ছিলেন সুনীল বন্দ্যোপাধ্যায়। সেই ফিরিঙ্গি সাহেবকে ফের ফিরিয়ে আনছে জলসা মুভিজ ওরিজিনালস।প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ‘এন আইডিয়াজ অ্যান্ড প্রোডাকশন্স’-এর প্রযোজনায় আসছে ‘অ্যান্টনি কবিয়াল’।
অন্য আঙ্গিকে এই নিবেদনের পরিচালনার দায়িত্বে কমলেশ্বর মুখোপাধ্যায়। স্ক্রিপ্ট লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত।
ফরাসডাঙার পর্তুগিজ ব্যবসায়ী হেন্সম্যান অ্যান্টনি ওরফে গৌরবরণ রয়েছে গল্পের কেন্দ্রে। ধর্ম, কুসংস্কারকে বুড়ো আঙুল দেখিয়ে এক ফিরিঙ্গির ভালোবাসার ছবি রয়েছে গল্পে।
আরও পড়ুনঃ শ্রীময়ীর নাকে অক্সিজেন চোখে চড়া মেক আপ, ধাক্কা খেল দর্শকচক্ষু
ফিরিঙ্গির চরিত্রে সাহেব চট্টোপাধ্যায়। তা ছাড়াও রয়েছেন শাওলি চট্টোপাধ্যায়, অসীম রায়চৌধুরী সহ আরও অনেকে।১৫ নভেম্বর রবিবার রাত ৮ টায় জলসা মুভিজ ওরিজিনালস-এ দেখানো হবে ‘ অ্যান্টনি কবিয়াল’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584