এআইএসএ-র তরফে শহরে সিএএ-এনআরসি বিরোধী মিছিল

0
91

তন্ময় মণ্ডল, কলকাতাঃ

আজ বিকেলে দক্ষিণ কলকাতার বাঘাযতীন থেকে ঢাকুরিয়া পর্যন্ত সিএএ, এনপিআর ও এনআরসি বাতিলের দাবিতে মিছিল করে বামপন্থী সিপিআইএমএল-এর ছাত্রসংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (এআইএসএ)।

anti caa and nrc protest rally in kolkata | newsfront.co
এআইএসএ-র মিছিল। চিত্র সৌজন্যঃ মদনমোহন সামন্ত

শুধুই এনআরসি-সিএএ-র বিরুদ্ধে সরব হওয়া নয়, ধর্মকে হাতিয়ার করে সাধারণ মানুষকে সস্তার শ্রমিক বানানোর চক্রান্ত বন্ধ করার দাবিতে ছিল এই জনসমাবেশ। এছাড়াও উত্তরপ্রদেশে এনআরসি ও সিএএ এর বিরুদ্ধে বিক্ষোভ দেখানোয় পুলিশ যে পৈশাচিক অত্যাচার চালিয়েছে, তার বিরুদ্ধেও এই জমায়েত হয়েছিল।

anti caa and nrc protest rally in kolkata | newsfront.co
কুশপুতুল নেভানো। চিত্র সৌজন্যঃ মদনমোহন সামন্ত

মিছিল শেষে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কুশপুতুলে বিক্ষোভকারীরা আগুন ধরাতে গেলে তাতে পুলিশ বাধা দেয়। কিন্তু পুলিশের কথা না শুনে কুশপুতুলে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখায় এআইএস‌এ-র কর্মী সমর্থকরা।

আরও পড়ুনঃ সেনা বাহিনীর প্রতিরক্ষা প্রধান পদে নাম ঘোষণা বিপিন রাওয়াতের

anti caa and nrc protest rally in kolkata | newsfront.co
প্রতিবাদী মুখগুলো। চিত্র সৌজন্যঃ মদনমোহন সামন্ত

সূত্রের খবর, কুশপুতুলটি যখন অর্ধেক পুড়ে গিয়েছে তখন হঠাৎ লেক থানার ওসি সুমন দে নিজে ছুটে এসে কাশপুতুলটি ছিনিয়ে নিয়ে রাস্তার উপর ফেলে বুট দিয়ে মাড়িয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

শেষ পর্যন্ত ওসি এবং অন্যান্য পুলিশকর্মীদের সহায়তায় অনেক চেষ্টার পর আগুন নেভানো সম্ভব হয়। এআইএস‌এ-র তরফে আজকের মিছিলের সমস্ত কর্মী-সমর্থকদের নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ৮ জানুয়ারি একত্রিত হওয়ার আহ্বান জানানো হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here