কলকাতার রাজপথে সিএএ বিরোধী মিছিলে হাঁটলেন মহিলারা

0
77

তন্ময় মণ্ডল, কলকাতাঃ

নিজস্ব চিত্র

রাজ্যে এমনিতেই নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে প্রতিদিন একাধিক বিক্ষোভ ও মিছিল আছেই।

নিজস্ব চিত্র

তার উপর নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে রানী রাসমণি রোডে তৃণমূল ছাত্র পরিষদের ধরনা আজ সপ্তম দিনে পা দিয়েছে এবং এই সবকিছুকে ছাড়িয়ে আজ মহানগরের রাস্তা আরও একবার ভরে উঠলো এই নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে।

নিজস্ব চিত্র

তবে এই মহানগরের রাস্তা আজ ভরিয়ে তুলেছিল মহিলারা।

নিজস্ব চিত্র

এন‌আরসি, সিএএ ও এনপিআর-এর বিরুদ্ধে আজ হাজি মহম্মদ মহসিন স্কোয়ার থেকে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে গার্লস ইসলামিক অর্গানাইজেশন, জাম‌আতে ইসলামী হিন্দ মহিলা বিভাগ সহ আরও বিভিন্ন মহিলা সংগঠন।

নিজস্ব চিত্র

তাদের দাবি, নাগরিকত্ব সংশোধনী আইন টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, “এই আইনটি ধর্মের ভিত্তিতে প্রণীত হয়েছে তাই এটি বৈষম্যমূলক আইন। এনপিআর-এর মাধ্যমে যে সমস্ত তথ্য চাওয়া হয়েছে তা সরকার ঘেঁটে যেকোনো মানুষের নাগরিকত্ব নিয়ে ছিনিমিনি খেলতে পারে তাই এই আইন বাতিল করা হোক। এছাড়া আসামে এনআরসি-র ফলে যে লক্ষ লক্ষ হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ অসহিষ্ণুতার শিকার হচ্ছে। সেই এনআরসি যদি আমাদের সারা দেশে লাগু করা হয় তাহলে দেশে এক মহা বিপর্যয় সৃষ্টি হবে। তাই আমরা এনআরসি, এনপিআর, সিএএ মানছি না মানবো না।”

নিজস্ব চিত্র

এই মিছিলকে আরো গুরুত্বপূর্ণ করে তুলতে মিছিলে উপস্থিত ছিলেন, সুদেষ্ণা রায়, দেবযানী রায়, কারী ফজলুর রহমান, নায়েমা আনসারী, পারমিতা পারভীন, সহ আরো বিশিষ্টজনেরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here