সুদীপ পাল, বর্ধমানঃ
কথা মত বাঁকুড়া থেকে দুর্গাপুরে নেমেই প্রায় তিন কিলোমিটার পদযাত্রায় অংশ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিএএ এবং এনআরসির বিরুদ্ধে এই পদযাত্রায় অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী। মন্ত্রী ইন্দ্রনীল, মলয় ঘটক, মেয়র জিতেন্দ্র তিওয়ারি সহ অনেকেই রয়েছেন এই পদযাত্রায়।
দুর্গাপুরের ভিড়িঙ্গি মোড় থেকে মিছিল শুরু হয়েছে যা নাচন রোড বেনাচিতি হয়ে প্রান্তিকা পর্যন্ত যাবে। মিছিলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তৃণমূলের অন্যান্য নেতাকর্মীদের সাথে মিছিল নির্দিষ্ট পথে চলে। মিছিলে যেমন ভিড় তেমনই দু’পাশে বহু মানুষ ভিড় করেন। কলকাতা রাজপথের মিছিলের মতই এদিনও মুখ্যমন্ত্রী কাঁসর তুলে নেন।
আরও পড়ুনঃ সাইকেল-বাইক স্ট্যান্ডে শেড নির্মাণের দাবি
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের মিছিল করে মুখ্যমন্ত্রী এক ঢিলে দুই পাখি মারছেন। এক দিকে সামনে পুরসভার ভোট, সে দিক থেকে প্রশাসনিক বৈঠক করে মানুষের প্রশাসনিক কাজে যাতে সুষ্ঠতা আসে সে দিকটি দেখছেন।
অন্যদিকে জেলায় জেলায় এই মিছিল এবং প্রশাসনিক বৈঠক করতে গিয়ে দলীয় কর্মীদের গোষ্ঠী কোন্দলেও রাশ টানছেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584