পশ্চিমবঙ্গের বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব পেশ

0
81

ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ

প্রয়োজনীয়তা নেই বলে বিরোধী বাম কংগ্রেসের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর অবশেষে পশ্চিমবঙ্গের বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হলো।

এদিন বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব আনেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সংশোধিত নাগরিক আইনের বিপক্ষে এই প্রস্তাবকে সমর্থন করবে বলে আগেই জানিয়েছিল বিরোধী বাম কংগ্রেস। তবে প্রস্তাবের বয়ান নিয়ে সন্দিহান বিরোধী দলগুলি।

প্রতীকী চিত্র

কেরল পাঞ্জাব রাজস্থানের পর দেশের চতুর্থ রাজ্য হিসাবে সিএএ বিরোধী প্রস্তাব পেশ হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভায়। দেশের প্রথম রাজ্য হিসাবে কেরালায় বাম পরিচালিত সরকার প্রথম বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব বিধানসভায় পাশ করে।

এরপরেই বাংলায় বাম কংগ্রেস ৯ জানুয়ারি পশ্চিমবঙ্গের বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব তোলার দাবি করে। রাজ্যের বিরোধী দলের সেই প্রস্তাব নাকচ করে দেয় তৃণমূল সরকার।

আরও পড়ুনঃ বিধানসভায় আজ সিএএ বিরোধী প্রস্তাব পেশ

তারপর গত সোমবার উত্তরবঙ্গ সফরের পূর্বে বিমানবন্দরে সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী জানান যে, কেরালা পাঞ্জাবের পথে হেঁটে পশ্চিমবঙ্গের বিধানসভাতেও সিএএ বিরোধী প্রস্তাব পেশ হবে।

এই প্রস্তাবে বিরোধীদের সমর্থন চেয়ে সরকারের পক্ষ থেকে বিরোধী বাম কংগ্রেসকে চিঠি দেন পার্থ চট্টোপাধ্যায়। প্রস্তাবের বয়ান নিয়ে সন্দিহান হলেও সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রাজ্যের বিরোধী দুই দলই।

বাম পরিচালিত কেরালা , কংগ্রেসের অমরিন্দ্রর সিং পরিচালিত পাঞ্জাব এবং অপর কংগ্রেস পরিচালিত রাজ্য রাজস্থানের পর তৃণমূল পরিচালিত পশ্চিমবঙ্গও সিএএ বিরোধী প্রস্তাব পাশের রাস্তায় হাঁটলো।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here