নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
নিত্যদিনের যে ব্যস্ততার জীবনযাত্রা তাতে রীতিমত ছেদ পড়েছে। সংশোধিত নাগরিক আইন পাশ হওয়ার পর মুর্শিদাবাদ জেলা জুড়ে বিক্ষিপ্ত জনতার বিক্ষোভের আগুনে জ্বলেছে স্টেশন,আগুন জবালিয়ে চলছে রাস্তা অবরোধ।
মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে চলছে চূড়ান্ত পর্যায়ে অশান্তি। দিকে দিকে রেল অবরোধ চলছে। এরইমধ্যে পোড়ানো হয়েছে বেশ কয়েকটি ট্রেন এমনকি ভাঙচুর চালানো হয়েছে।
পরশু বিকেল থেকে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ। মুর্শিদাবাদের উপর দিয়ে একদিকে যেমন লালগোলা থেকে শিয়ালদহ সারাদিনে বহু ট্রেন যায় অপরদিকে তেমনি হাওড়া থেকে এনজিপি পর্যন্ত ট্রেন চলাচল করে। সবদিকে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ।
আরও পড়ুনঃ বাগডোগরায় স্কুটি-লরির সংঘর্ষ, মৃত ১
সাগরদিঘী রেলস্টেশন রেল অবরোধ করা হয়েছে এবং ট্রেন পোড়ানো হয়েছে অপরদিকে লালগোলা শিয়ালদা হাজারদুয়ারি এক্সপ্রেসে আগুন লাগানো হয়েছে। বেলডাঙা ও সারগাছি স্টেশনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। মুর্শিদাবাদের বিভিন্ন রেল কাউন্টারগুলি বন্ধ রয়েছে।
সড়কপথে যে এগারটি রুটে প্রায় ৬০০টি বাস নিত্যদিন যাতায়াত করে। সেই জায়গায় সর্বসাকুল্যে ৫০টি বাস যাতায়াত করছে। যার কারণে ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584