শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বিরুদ্ধে ২০১৯ লোকসভা ভোটের পর থেকে বরাবরই সক্রিয় শাসক দল। এবার আর্থিক দুর্নীতির অভিযোগ উঠল অর্জুন সিংয়ের বিরুদ্ধে, যে অভিযোগ করলেন খোদ ভাটপাড়ার পুরপ্রশাসকই।
তার পাঠানো চিঠির ভিত্তিতেই ভাটপাড়া চেয়ারম্যানের রিলিফ ফান্ডের ১০ কোটি টাকা অন্যত্র বেনামী অ্যাকাউন্টে পাঠানো নিয়ে অর্জুন সিং ও তার ভাইপো সৌরভ সিংয়ের বিরুদ্ধে মামলা দায়ের করল অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চ। যদিও পুরোটাই ষড়যন্ত্রের চেষ্টা বলে দাবি অর্জুন সিং ও তার অনুগামীদের।
এর আগে শনিবার শ্যামনগরের রাউতারায় বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের পেট্রোল পাম্পে হানা দেন গোয়েন্দারা। পাম্পের পেট্রোলে কোনও ভেজাল আছে কিনা বা পাম্পের কাগজপত্র সঠিক কিনা, তা খতিয়ে দেখেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও ব্যারাকপুর পুলিস কমিশনারেটের গোয়েন্দারা। সংগ্রহ করেন পেট্রোলের নমুনাও। তার আগে অভিযান চালানো হয় অর্জুন সিংয়ের কার্যালয় মজদুর ভবনেও।
আরও পড়ুনঃ জিএসটি-তে বাংলা সবচেয়ে বেশি লাভবান হয়েছে! দাবি কৈলাসের
কিন্তু সেসব নিয়ে কোনো অভিযোগ না উঠলেও এবার সরাসরি আর্থিক তছরুপের অভিযোগ উঠল অর্জুন সিংয়ের বিরুদ্ধে।তদন্তকারী আধিকারিকরা জানতে পারেন যে, সরকারি নিয়ম ভেঙে এই ত্রাণ তহবিল তৈরি করা হয়। লেনদেনে যুক্ত ব্যাঙ্কগুলির সমস্ত নথি খতিয়ে দেখার পর আর্থিক তছরুপের ঘটনা সামনে আসে।
আরও পড়ুনঃ নয়া জাতীয় শিক্ষানীতিতে সরকারি হস্তক্ষেপ হবে ন্যূনতমঃ নরেন্দ্র মোদী
এর আগে ভাটপাড়া সমবায় ব্যাঙ্ক ২৫ কোটি টাকার কেলেঙ্কারি–কাণ্ডে নাম জড়ায় অর্জুন সিংয়ের ভাইপো সঞ্জিত সিংয়ের। সেই মামলা এখনও চলছে। তারপর ফের এই মামলার জেরে স্বাভাবিকভাবেই কিছুটা বিরক্ত বিরোধী শিবির। যদিও শাসকদলের কোনও চেষ্টাই সফল হবে না বলে দাবি বিজেপির।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584