তন্ময় মণ্ডল, কলকাতাঃ
রাষ্ট্রীয় সন্ত্রাস, দেশ জুড়ে সাম্প্রদায়িক লড়াইয়ের পরিবেশ সৃষ্টির চক্রান্ত এবং ধর্মের ভিত্তিতে নির্মিত এনআরসি ও সিএএ-র বিরুদ্ধে, এআইডিএসও—পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির আহ্বানে গতকাল কলকাতার কলেজ স্কোয়ারে অনুষ্ঠিত হল এক ছাত্র কনভেনশন।
এই কনভেনশনে উপস্থিত ছিলেন জামিয়া মিলিয়া ইসমালিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেত্রী সোমিয়া সামল, দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নেত্রী ও সংগঠনের রাজ্য সম্পাদক শ্রেয়া সিং এবং আলিগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি-সহ এ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিরা৷
আরও পড়ুনঃ বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ এলাকাবাসীর
এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট গণসঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়, বিশিষ্ট মানবাধিকার কর্মী সুজাত ভদ্র, চলচ্চিত্র পরিচালক স্বাতী চক্রবর্তী, এনআরসি বিরোধী নাগরিক কমিটির সম্পাদক গোপাল বিশ্বাস, এআইডিএসও-র সাধারণ সম্পাদক সৌরভ ঘোষ-সহ রাজ্যের বিশিষ্ট নেতৃবৃন্দ।
আরও পড়ুনঃ নীতি আয়োগের পরিসংখ্যান সম্পর্কে হাস্যাস্পদ মন্তব্য পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রীর
গোটা দেশজুড়ে চলা এনআরসি ও সিএএর বিরুদ্ধে আন্দোলনকে সংহতি জানানোর উদ্দেশ্যে এই কনভেনশন আয়োজিত হয়। এনআরসি ও সিএএ এর বিরুদ্ধে প্রতিবাদে নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় কনভেনশন শুরুর মুহূর্তে।
এ দিনের এই আন্দোলন শুধু এনআরসি ও সিএএ-র বিরুদ্ধেই ছিল না, ছিল পুলিশের জুলুমের প্রতিবাদে, ছাত্রছাত্রীদের উপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584