নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
বস্তুত আমরা প্রতিনিয়ত পরিবেশ দূষণ করে চলছি,আর ধ্বংস করছি প্রকৃতির প্রাণ বৈচিত্র্য। সাম্প্রতিককালে পরিবেশ দূষণের একটি প্রধান কারণ হল প্লাস্টিক বর্জ্য।প্রতিনিয়ত প্লাস্টিক ব্যবহার করছি আমরা সকলেই এবং পরিবেশকে দূষিত করছি।
প্লাস্টিক দ্রব্যের ব্যবহার আমাদের দৈনন্দিন কাজে এতটাই বৃদ্ধি পেয়েছে যে, বেশিরভাগ মানুষের কাছেই প্লাস্টিক দ্রব্য ছাড়া জীবনযাপন প্রায় অসম্ভব হয়ে উঠেছে।দুধের বোতল থেকে শুরু করে আমাদের দৈনন্দিন খাবার প্লেট,জগ,গ্লাস,থালা,বাটিসহ অনেক গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় জিনিসই তৈরি হয় প্লাস্টিক দিয়ে।
আরও পড়ুনঃ নির্মল বিদ্যালয় সপ্তাহ উপলক্ষ্যে ডেঙ্গু সচেতনতা প্রচার অভিযান
কিন্তু এই প্লাস্টিক পরিবেশের ওপর কতটা নেতিবাচক প্রভাব ফেলে,তা কি আমরা ভেবে দেখেছি?তবে এবার প্লাস্টিকের ব্যবহার কমানোর জন্য সকল জনসাধারণকে সচেতন করতে একটি পথসভা করে এবং তার সাথে ছোট-বড় প্রায় ৩৫ টি ডাস্টবিন বসিয়ে সমাজকে প্লাস্টিক মুক্ত করার উদ্যোগ গ্রহণ করল আলিপুরদুয়ার কুমারগ্রাম অঞ্চলে “সমাধান সামাজিক বন্ধন” নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন ।
শনিবার সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সংগঠন নিজেদের প্রচেষ্টায় কুমারগ্রামকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য এবং প্লাস্টিকের ব্যবহার কমানোর জন্য সকল জনসাধারণকে সচেতন করতে একটি পথসভা করা হয় এদিন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584