নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
জেল থেকে ফোন করে প্রোমোটারকে তোলা দিতে হবে বলে হুমকি, প্রোমোটার টাকা না দেওয়ায় বাড়িতে ঢুকে গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ারও অভিযোগ প্রোমোটারের।

ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর টাউন থানার অন্তর্গত মালঞ্চ এলাকায়। গতকাল বিকেলে এক দুষ্কৃতী হাতে বন্দুক নিয়ে বাড়ির পিছন গেট দিয়ে ঢুকে, গাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। পুড়ে ভস্মীভূত হয়ে যায় মারুতি গাড়ি।

আরও পড়ুনঃ মেদিনীপুর মেডিক্যাল কলেজ চত্বরে কাটা মানব মাথা উদ্ধার ঘিরে চাঞ্চল্য
দমকলে খবর দিলে দমকল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। অভিযোগকারী অশোক তাড়ি বলেন, “গত পরশু দিন আমাকে শঙ্কর রাও জেল থেকে ফোন করেছিল। ১০ লাখ টাকা দাও বলে। না হলে তোমাকে যা করার করব। আমি বললাম কাউকে এক টাকাও দেবো না।
যা করার আছে করে নিবি। আর এরপরই গতকাল একজন আমার বাড়ির পেছনের দরজা ভেঙ্গে গাড়িতে আগুন লাগিয়ে দেয়।” এই ঘটনায় হতবাক খড়্গপুরবাসী। কীভাবে এক জেলে থাকা বন্দি এই ঘটনা ঘটালো তা নিয়ে উঠছে প্রশ্ন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584