দুষ্কৃতীদের মারে আহত পঞ্চায়েত সদস্য

0
96

খালিদ মুজতবা, মুর্শিদাবাদঃ

পঞ্চায়েত অফিসের ভেতরে দুষ্কৃতীদের মারে আহত হলেন এক পঞ্চায়েত সদস্য। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার অন্তর্গত ২-দেবীপুর গ্রাম পঞ্চায়েতে।

member injured | newsfront.co
নিজস্ব চিত্র

আজ দুপুর একটা নাগাদ খোদ পঞ্চায়েত অফিসের ভিতরে ৫-৬ জন দুষ্কৃতীদের মারের আঘাতে আহত হলেন এক পঞ্চায়েত সদস্য। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘোড়ামারা গ্রাম সংসদের সদস্য রুহুল আমিন পঞ্চায়েত অফিসে থাকাকালীন লোহার রড ও আগ্নেয়াস্ত্রসহ বেশ কয়েকজন দুষ্কৃতী তার ওপর চড়াও হয় এবং তার কাছ থেকে টাকা পয়সা দাবি করে।

আরও পড়ুনঃ মাটিগাড়ায় ভাঙন এলাকা পরিদর্শনে জেলা শাসক

member | newsfront.co
রুহুল আমিন। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ফের তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে বিতর্কিত পোষ্টার মেছেদায়

এরপর কথা কাটাকাটির পর্যায়ে দুষ্কৃতীরা লোহার রড ও হাতুড়ি দিয়ে তাকে মারধর করতে শুরু করে। রুহুল আমিন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলে দুষ্কৃতীরা তাকে মৃত ভেবে উল্লাস করতে থাকে। এমত অবস্থায় স্থানীয় লোকজন চলে এলে দুষ্কৃতীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। রুহুল আমিনকে উদ্ধার করে সাগর পাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। আঘাত গুরুতর না হওয়ায় পরবর্তীতে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

সংবাদমাধ্যমের সামনে আহত পঞ্চায়েত সদস্য রুহুল আমিন জানান, তার উপর যারা আক্রমণ করেছে তারা স্থানীয় দুষ্কৃতী হিসাবে পরিচিত। তাদের বিরুদ্ধে এর আগেও অন্যান্য লোকজনদের মারধরের অভিযোগ রয়েছে এবং তারা মাদক পাচারের সঙ্গে জড়িত।

এই ঘটনার পর রুহুল আমিন বেশ কয়েকজনের নামে সাগরপাড়া থানাতে অভিযোগ দায়ের করেছে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here