মাথাভাঙায় বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

0
69

মনিরুল হক, কোচবিহারঃ

house broken | newsfront.co
নিজস্ব চিত্র

করোনা আবহের মাঝে বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর ও বোমাবাজি করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মাথাভাঙা শহর লাগোয়া ফকিরিকুটি গ্রামে। ওই ঘটনায় পিন্টু সূত্রধর নামে একজন জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বলে অভিযোগ বিজেপির স্থানীয় নেতৃত্বের। যদিও ওই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

damage house | newsfront.co
নিজস্ব চিত্র

স্থানীয় বিজেপি নেতা সুরেন বর্মনের অভিযোগ, “অযোধ্যায় ভূমিপুজাে উপলক্ষ্যে আমরা শামিল হয়েছিলাম একটি জায়গায়। আর সেটা তৃণমূল কংগ্রেসের সহ্য হচ্ছিল না। তাই তারা গতরাতে এলাকার বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করে। ওই এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করার জন্যই তৃণমূল এই কাজ করেছে। ওই হামলায় পিন্টু সূত্রধর নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।”

person | newsfront.co
নিজস্ব চিত্র

সুরেন বাবু আরও অভিযোগ করে বলেন, “শুধু বাড়ি ভাঙচুর নয়, দুষ্কৃতকারীরা এলাকায় বোমাবাজিও করেছে। অবিলম্বে যারা প্রকৃত দোষী তাদের গ্রেফতার করে এলাকার শান্তি রক্ষা করুক পুলিশ।”

আরও পড়ুনঃ বাংলাদেশী অনুপ্রবেশকারী গ্রেফতার সাহেবগঞ্জে

broken house | newsfront.co
নিজস্ব চিত্র

যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে দলীয় নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের নেতা তথা দলের নবনিযুক্ত মুখপাত্র নরেন্দ্র চন্দ্র দত্ত বলেন, “ফকিরিকুটি এলাকায় গত রাতে যে হামলা হয়েছে তাতে তৃণমূল কংগ্রেস কোনভাবেই যুক্ত নয়।

আরও পড়ুনঃ মানিকচকে বিদ্যুৎ অফিসে ভাঙচুর

আর বিজেপির পায়ের তলার মাটি সরে যাওয়াতে, কারও পারিবারিক দ্বন্দ্বতেও এখন সাম্প্রদায়িকতা খুঁজে পায়। বিজেপির এখন দুটো দল একটা দিলীপ পন্থী আর একটা মুকুল পন্থী। তাই তাদের দলের নেতা কর্মীরা এলাকায় অশান্তি সৃষ্টি করবার জন্য নিজেরাই নিজেদের বাড়িতে হামলা চালিয়ে রাজনৈতিক ভাবে ফায়দা লোটার চেষ্টা করছে। ওই ঘটনায় আমাদের কোন কর্মী যুক্ত ছিল না এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। কারণ তৃণমূল কংগ্রেস এই ধরনের নোংরা রাজনীতি করে না।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here