নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
পারিবারিক অশান্তির জেরে ভাইয়ের হাতে দাদা খুন হলেন ৷ জখম হল ভাইপো। ঘটনাটি ঘটেছে ফরাক্কার তিলডাঙ্গা গ্রামের দোহিতপুরে।পরিবার সূত্রে জানাগেছে, মৃতের নাম বানু সেখ (৪২)।
মৃতের ভাইপো সমীর সেখ জানান, বুধবার দুপুরে বানু সেখের ভাই মেহিবুল সেখ পৈত্রিক জমি থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছিল। সেই সময় বানু সেখ বাধা দেয়। তখন মেহিবুল বাড়ি থেকে ধারালো অস্ত্র দিয়ে নিজের দাদাকে কোপাতে থাকে।
গলায় ও হাতে কোপ দেয় তখন বানুর ছেলে বাধা দিতে এলে তাকেও তার কাকা মেহিবুল মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে। ঘটনাস্থলেই বানু সেখের মৃত্যু হয় ও তার ছেলে গুরুতর জখম হয়ে মাটিতে পড়ে যায়। সুযোগ বুঝে মেহিবুল সেখ সেখান থেকে পালিয়ে যায়।
আরও পড়ুনঃ তুফানগঞ্জে দুষ্কৃতী হামলায় প্রাণ হারালো গৃহিণী, জখম গৃহকর্তা
পরিবারে লোকজন ছুটে এসে বানুর ছেলে রোহিত সেখকে বেনিয়াগ্রাম হাসপাতালে নিয়ে যায়।খবর পেয়ে ফরাক্কা থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃত বানু সেখের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584