সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ
বচসার জেরে ধারালো অস্ত্র দিয়ে গাড়ি চালককে খুন করলো দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানা এলাকার সীতারামপুরে। নিহত গাড়ি চালকের নাম তন্ময় দাস (২৮)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,নিত্যদিনের মত কাজ সেরে বাড়ি ফিরছিল তন্ময় দাস। ফেরার পথে গ্রামের কয়েকজন যুবকের সাথে ঝিনকির হাটে বচসায় জড়িয়ে পড়ে তন্ময়। এরপর স্থানীয় বাসিন্দারা সাময়িক ভাবে তা মীমাংসা করলেও পরে গ্রামে সাইকেলে করে ফেরার সময় তন্ময় দাসের পথ আটকে ধরে জিয়ারুল সেখ, আসাদুল সেখ সহ অন্যান্যরা।
তখনই তার সাথে থাকা এক যুবককে বাড়িতে গিয়ে লোকজন ডেকে আনার কথা বলে তন্ময় দাস। পরে তাকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে খুন করে পাশের জলাশয়ে ফেলে দেয় অভিযুক্ত জিয়ারুল সেখ, আসাদুল সেখ সহ তাদের দলবল বলে অভিযোগ।
আরও পড়ুনঃ টাইম বোমা ঘিরে আতঙ্ক পাঁশকুড়ায়
এরপরই তন্ময় দাসের বাড়ির লোকজন ছুটে এসে ঘটনাস্থলে দেখেন জলাশয় এর মধ্যে তন্ময় দাসের দেহ পড়ে রয়েছে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মগরাহাট থানার পুলিশ তন্ময় দাসের দেহ উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়।
আরও পড়ুনঃ মাওবাদী সংগঠন প্রতিষ্ঠা দিবসে বাড়তি সতর্কতা জঙ্গল-মহলে
ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ইতিমধ্যেই খুনের ঘটনায় জিয়ারুল সেখ ও আসাদুল সেখকে গ্রেফতার করেছে মগরাহাট থানার পুলিশ। অভিযুক্তদের এদিন ডায়মন্ডহারবার মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের ১১ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।
অন্যদিকে পরিবারের একমাত্র রোজগেরে ছিল তন্ময় দাস। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
তন্ময় দাসের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পরিবারে।অন্যদিকে সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে মগরাহাট থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584