শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
সকাল থেকে শুরু বৃষ্টিভেজা লকডাউন। আচমকাই সকাল ৬ টা নাগাদই কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গুলির আওয়াজে চমকে উঠলেন সকলে। তাহলে কি নিরাপত্তা বলয় ভেদ করে কোনও হামলার চেষ্টা? ভুল ভাঙল কিছুক্ষণ পরেই।
জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে পুলিশ কিয়স্ক থেকে গুলির শব্দ এসেছে। মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা অন্য পুলিশকর্মীরা গিয়ে দেখেন, কিয়ক্সের ভিতরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন দীনেশ কর্মকার নামে এক পুলিশকর্মী।
আরও পড়ুনঃ সল্টলেকে পাত্রপাত্রীর বিজ্ঞাপনে আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার ১
নিজের বন্দুক থেকে গুলি ছিটকে আহত হয়েছেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করে গুলিটি বার করে নেওয়া হয়।
হাসপাতাল সূত্রে খবর, ওই পুলিশকর্মী আপাতত স্থিতিশীল। অস্ত্রোপচার করে তাঁর দেহ থেকে গুলিটি বার করা হয়েছে। রাতে ওই পুলিশকর্মী ডিউটির পর সকালে দায়িত্ব বদলের সময় বন্দুক থেকে ম্যাগাজিনটি খুলতে যান। কিন্তু অসতর্কতায় গুলি চলে যায়। এরকম ঘটনা আগে ঘটে মৃত্যুর ঘটনাও ঘটেছে।
কিছুদিন আগেই মহাকরণে এভাবেই গুলি চলে মারা যান এক পুলিশকর্মী। তবে এবারে বরাতজোরে এই পুলিশকর্মী প্রাণে বেঁচে গিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584