নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার গুড়গুড়িপাল থানার অন্তর্গত মেদিনীপুর সদর ব্লকের মনিদহ অঞ্চলের মনিদহ প্রাথমিক বিদ্যালয়ের দরজা ভেঙে বৃহস্পতিবার গভীর রাতে দুষ্কৃতীরা কয়েক বস্তা মিড ডে মিলের চাল চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ।
শুক্রবার সকালে বিদ্যালয়ের দরজা ভাঙা অবস্থায় দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। যার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিদ্যালয়ে আসেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালন কমিটির সভাপতি। তারা এসে বিষয়টি খতিয়ে দেখে গুড়গুড়িপাল থানায় গিয়ে মিড ডে মিলের চাল চুরি হয়েছে বলে অভিযোগ করেন।
আরও পড়ুনঃ উদাসীন প্রশাসন! ভাঙনের গ্রাসে সর্বহারা সামশেরগঞ্জ
আরও পড়ুনঃ মুখ ফেরাচ্ছে প্রধান, রাস্তার দাবিতে বিক্ষোভ আমজনতার
আগামী বুধবার ছাত্র-ছাত্রীদের ওই চাল দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই চাল চুরি হয়ে যায়।যারফলে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গুড়গুড়িপাল থানার পুলিশ অভিযোগ পাওয়ার পর বিদ্যালয়ে চাল চুরির ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584