সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ
বিজেপি করার অপরাধে বসত বাড়ি থেকে তুলে দেওয়ার হুমকির পাশাপাশি দুষ্কৃতীদের নিয়ে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বুথ সভাপতির বিরুদ্ধে। উস্তি থানার উস্তি গ্রাম পঞ্চায়েতের সাতঘোড়া গ্রামে ঘটেছে ঘটনাটি। অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার স্থায়ী বাসিন্দা হিসেবে পরিচিত শ্যামল সামন্তকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেবার হুমকি দেওয়া হচ্ছে। তৃণমূল বুথ সভাপতি অমল ঘোরামি, বাসু ,মিহির লস্কর, দিলিপ লস্করের নেতৃত্বে সামন্ত পরিবারের উপর হামলা করা হয় বলে অভিযোগ।
আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাদের হুমকিও দেখানো হয় বলে খবর। পরিবারের মহিলাদেরও মারধর করা হয়। পাশাপাশি হামলার সময় স্থানীয়রা বাধা দিতে গেলে স্থানীয়দেরকেও মারধর করে বলে অভিযোগ। উস্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
আরও পড়ুনঃ তৃণমূল ছাত্রনেতাকে লক্ষ্য করে গুলি, চাঞ্চল্য পুন্ডিবাড়িতে
আক্রান্ত পরিবারের তরফ থেকে বিজেপির দাবি, দীর্ঘ বছর ধরে সামন্ত পরিবার একটি সেচ দফতররে পুরোনো জায়গার উপরে বাস করে আসছিলেন। সেই জায়গাটা দখল করার চেষ্টা করছে তৃণমূল। সেটা বাধা দেবার কারণে বারবার হুমকি আসছে বলে দাবি করে বিজেপি।
নেপথ্যে রয়েছে তৃণমূল। এই ঘটনার জেরে ইতিমধ্যে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে বিজেপি নেতৃত্ব। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনার পর আতঙ্কে রয়েছে সামন্ত পরিবার। যদিও এখনও পর্যন্ত উস্তি থানার তরফ থেকে কাউকে গ্রেফতার করা হয়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584