নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনাঃ
বাড়ির সামনেই উত্তর ব্যারাকপুর পুরসভার কাউন্সিলরকে গুলি। শনিবার উত্তর ব্যারাকপুর পুরসভার ২ নং ওয়ার্ডের নির্দল কাউন্সিলর চম্পা দাসকে গুলি করে খুনের চেষ্টা করে একদল দুষ্কৃতি। জানা যায়, এদিন রাত ৮টা নাগাদ বাড়ির সামনেই দাঁড়িয়েছিলেন ওই কাউন্সিলর। তখনই তিন-চারজন দুষ্কৃতি তাঁকে গুলি করে পালায়। ফলে পায়ে গুলি লাগে কাউন্সিলরের।
গুলিবিদ্ধ অবস্থায় চম্পা দাসকে প্রথমে ব্যারাকপুর বি এন বোস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর অবস্থার অবনতি হলে কলকাতার একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত কাউন্সিলরকে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে নোয়াপাড়া থানার পুলিশ।
আরও পড়ুনঃ খয়রাশোলের পর একইদিনে লাভপুরে খুন তৃণমূল কর্মী
তৃণমূল সূত্রে খবর, গত পুর নির্বাচনের সময় চম্পা দাস উত্তর ব্যারাকপুরের ২নং ওয়ার্ড থেকে নির্দলে জয়লাভ করেন। পরবর্তীকালে তিনি তৃণমূল কংগ্রেস সমর্থকদের সঙ্গে ছিলেন। এই প্রসঙ্গে উত্তর ২৪ পরগনার তৃণমূল জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, গত কয়েকমাস ধরে যেহেতু তিনি তৃণমূলের সঙ্গে ছিলেন সেই কারণে স্থানীয় বিজেপি নেতৃত্ব তাঁকে তাঁদের দলে স্থানান্তরিত করতে চেয়েছিলেন।
এই নিয়ে বেশ কিছুদিন ধরেই টানাপোড়েন চলছিল। আর তার জেরেই আজকে এহেন ঘটনা ঘটলো। অন্যদিকে, গোষ্ঠী দ্বন্দের জেরেই এই ঘটনাটি ঘটেছে বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584