শ্যামল রায়,কালনাঃ
নির্জন রাস্তার ধারে পড়ে থাকা অসুস্থ অবস্থায় বাবাকে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করলেন ছেলে।চিকিসাধীন ব্যক্তির নাম অমৃত হাওলাদার(৬৫)।বাড়ি কালনা থানার ধর্মডাঙ্গা মাঠপাড়া এলাকায়।যদিও এই ঘটনায় তার ছেলের দাবি তার বাবা ছিনতাইয়ের কবলে পড়েছিলো।আর সেই কারণেই তার বাবার কাছে থাকা টাকা কেড়ে নিতেই দুষ্কৃতীরা এই কান্ড ঘটিয়েছে।যদিও পুলিশ ঘটনার তদন্তে নেমেছেন।
কালনা হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তি অমৃত হাওলাদারের ছেলে অচিন্ত্য হাওলাদার বলেন,‘সোমবার রাতে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলাম।সেই সময় কিছু একটা লেগে আমি পড়ে যাই।তারপরেই দেখতে পাই যে বাবা অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে একটি জঙ্গলের কাছে।কথা বলতে পারছিলো না।স্থানীয়দের ডাকাডাকি করে বাবাকে নিয়ে হাসপাতালে ভর্তি করি।বাবা গতকাল বিকাল ৪টে নাগাদ বাড়ি থেকে বেরোয়।এমনিতেই আটটার মধ্যে বাড়ি ঢুকে যায়। কিন্তু সেই রাতে এই ঘটনার জেরে সময়ে ফিরতে পারেনি।বাবার কাছে একটি ব্যাগে সর্বদাই ব্যাঙ্কের বই সহ বিভিন্ন কাগজপত্র থাকে।এছাড়াও ঘর তৈরীর জন্য সরকারি টাকাও পায়।মালপত্র কেনার কথাও বাবা বলছিলো।ওই ঘটনাস্থলে বাবার অন্যান্য কাগজপত্রগুলি পড়েছিলো।আমাদের অনুমান বাবার কাছে থাকা টাকা ছিনতাই করতেই বাবার উপর হামলা করা হয়েছে।’যদিও এই ঘটনার পরেই পুলিশ তদন্তে নামেন ও ঘটনাস্থল পরিদর্শণ করেন।
আরও পড়ুনঃ টোটোর ধাক্কায় আহত বৃদ্ধ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584