জলাদাপাড়ায় নিহত গন্ডার, উধাও খড়্গ

0
47

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

ফের গন্ডার খুন। এবার জলদাপাড়া জাতীয় উদ্যানে গন্ডার খুন করল চোরা শিকারিরা। গতকাল রাতে গুলি করে গন্ডারটিকে খুন করা হয়েছে বলে প্রাথমিক ভাবে অনুমান করছে বন দফতরের আধিকারিকরা। মৃত গন্ডারটিকে উদ্ধার করা হয় ন্যাশনাল পার্কের ফিফটি ফোর বিট এলাকা থেকে। খড়্গ কেটে নিয়ে গেছে দুষ্কৃতীরা। গন্ডার শিকারের কথা স্বীকার করেছে বন দফতর।

antisocial killed rihno | newsfront.co
নিজস্ব চিত্র

বৃহস্পতিবার সকালে রুটিন টহলদারির সময় জলদাপাড়া জাতীয় উদ্যানে গিয়ে জঙ্গলের কোর এলাকায় একটি পূর্ণবয়স্ক গন্ডারের মৃতদেহ পড়ে থাকতে দেখেন বন কর্মীরা। গন্ডারটির খড়্গ কাটা ছিল। শরীরে গুলির ক্ষতও দেখা যায়। খবর পেয়ে বন দফতরের আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যান। সেখানেই গন্ডারের মৃতদেহের ময়নাতদন্ত শুরু হয়।

antisocial killed rihno | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ সমস্ত রাজনৈতিক বিজ্ঞাপন ব্যান করতে চায় টুইটার

উল্লেখ্য, এর আগে গরুমারা ন্যাশনাল পার্কে গন্ডার শিকার নিয়ে তোলপাড় হয়েছিল। এবার জলদাপাড়া জাতীয় উদ্যানে একই ঘটনা ঘটল। এই ঘটনায় রাজ্য বন দফতরে তোলপাড় শুরু হয়েছে। জাতীয় উদ্যানে একাধিকবার এমন ঘটনায় বন্যপ্রাণীদের নিরাপত্তা এখন বড় সড় প্রশ্নের মুখে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here