আন্তঃজেলা ভলিবলে (পুরুষ)বিভাগে চ্যাম্পিয়ন উত্তর দিনাজপুর

0
155

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

Anto zilla volleyball competition
চ্যাম্পিয়ন দল।নিজস্ব চিত্র

মুর্শিদাবাদের খাগড়ায় ২৪তম রাজ্যস্তরে আন্তঃজেলা ভলিবল প্রতিযোগিতায় উত্তর দিনাজপুর চ্যাম্পিয়নের গৌরব অর্জন করলো।রবিবার অধিক রাতের ফাইনাল খেলায় হুগলি জেলাকে ৩-০ সেটে পরাজিত করে।

উত্তর দিনাজপুর ভলিবল দলের কোচ মঞ্জুর আলম ও ইনজামাম উল হক এই প্রতিবেদককে জানান,বাংলা দলের খেলোয়াড় হঠাৎ করে পায়ে চোট পাবার পরেও সে অসাধারন খেলা প্রদর্শন করে।খেলায় ম্যান অফ দি ম্যাচ হয় উত্তর দিনাজপুর জেলার আলতাব হোসেন ম্যান অফ দি টুর্নামেন্ট হয় অসীম মন্ডল।

আরও পড়ুনঃ আন্তঃজেলা ভলিবল প্রতিযোগিতার ফাইনালে উত্তর দিনাজপুর

উত্তর দিনাজপুর ভলিবল এসোসিয়েশনের সম্পাদক অরূপ ঘোষ বলেন আমাদের উত্তর দিনাজুর জেলার খেলোয়াড়দের টিমওয়ার্ক রাজ্যস্তরে চ্যাম্পিয়ন হতে যথেষ্টই সাহায্য করেছে।জানা যায় খেলার ফলাফল উত্তর দিনাজপুর জেলার পক্ষে ২৫-১৯,২৫-১৬।গত বছর উত্তর দিনাজপুর ফাইনালে উঠেও রানার্স হয়ে তাদের জেলায় ফিরতে হয় অনেক ব্যাথা নিয়ে।এবার সেই চ্যাম্পিয়ন হবার আসল মজা উত্তর দিনাজপুর সুদে আসলে তুলে নিতে পেরেছে বলে জানা যায়।

সোমবার সকালে ট্রেনে উত্তর দিনাজপুর জেলার বিজয়ী খেলোয়াররা রায়গঞ্জ স্টেশনে ট্রেন থেকে নামলে তাদের বিপুল সম্বর্ধনা জানানো হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here