তিন সন্তানের জন্ম তারিখ একই! এমনই বিরল ঘটনা ঘটল ফুটবলার অ্যান্টোনি গ্রিজম্যানের জীবনে

0
130

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

বার্সেলোনার বিশ্ব বিখ্যাত ফুটবলার অ্যান্টোনি গ্রিজম্যান তৃতীয় বার বাবা হলেন , আগের দুই সন্তানের মতো সদ্যজাত কন্যা সন্তানের জন্ম তারিখও ৮ এপ্রিল। তিন সন্তানের আলাদা আলাদা জন্মদিন মনে রাখার হাত থেকে রেহাই বিশ্বখ্যাত বাবার।

french footballer | newsfront.co
অ্যান্টোনি গ্রিজম্যান। ছবি: টুইটার

ফ্রেঞ্চ ওয়ার্ল্ড কাপ জয়ী ফুটবলার নিজের সোশ্যাল মিডিয়াতে একথা জানিয়েছেন। তিনি লিখেছেন যে তাঁর স্ত্রী এরিকা চপারেনা বৃহস্পতিবার এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, এই কন্যা সন্তানের জন্মতারিখও তাঁর আগের দুই সন্তানের মতোই একই দিনে অর্থাৎ ৮ এপ্রিল।

আরও পড়ুনঃ করোনার পারদ ঊর্ধ্বগামী মুম্বইয়ে! আইপিএলের জন্য হায়দ্রাবাদকে তৈরি রাখছে বিসিসিআই

তাঁদের প্রথম সন্তান মিয়া জন্মায় ৮এপ্রিল ২০১৬, দ্বিতীয় জন আমারো ৮ এপ্রিল ২০১৯ এবং তৃতীয় সন্তান ২০২১ সালের ৮ এপ্রিল।ইতিহাসে এমন ঘটনা অত্যন্ত বিরল তবে নজিরবিহীন নয়। আমেরিকার ক্যারোলিন ও রেলফ কিউমিন্স এর দুই সন্তানের জন্ম হয়েছিল ২০ ফেব্রুয়ারি ১৯৫২ এবং ২০ ফেব্রুয়ারি ১৯৬৬ সালে।

১৭.৮ বিলিয়নে এমন ঘটনা একটি।ইতিমধ্যে অবশ্য গ্রিজম্যান ও তাঁর টিম বার্সেলোনা এল ক্ল্যাসিকো র প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েছেন, রিয়েল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবেন তাঁরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here