জলবায়ু সম্মেলনে গুতেরেসকে আলিঙ্গন মাস্কবিহীন মোদির, তির্যক মন্তব্য ব্রিটিশ সংবাদমাধ্যমের

0
87

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

করোনাকালে শারীরিক দূরত্ববিধি ও মাস্ক দুই-ই শিকেয় তুলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলিঙ্গন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস-কে। এই দৃশ্য ক্যামেরা বন্দী হওয়ায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তির্যক মন্তব্যের মুখে পড়েছেন মাস্কবিহীন মোদী।

Narendra Modi hugs Antonio Guterres
ছবি: ডেইলি মেল

রোমে জি-২০ বৈঠকে যোগ দিতে গিয়েও একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে আলিঙ্গনাবদ্ধ হয়েছেন প্রধানমন্ত্রী মোদী। ভ্যাটিকানে পোপ-কেও একই ভাবে আলিঙ্গন করেন তিনি। কিন্তু গতকাল গ্লাসগোয় জলবায়ু সম্মেলনের মঞ্চে ঘটলো গোলযোগ। মঞ্চে উঠে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ও মোদী পরস্পর মুষ্টি-স্পর্শ করে সম্ভাষণ করেন।

তার পরেই মোদী এগিয়ে যান রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেসের দিকে। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তাঁকে আলিঙ্গন করতে যান মোদী। যদিও গুতেরেস তাতে তেমন খুশি হননি বলেই মনে হয়েছে ছবিতে তাঁর অভিব্যক্তি দেখে। কিন্তু কানাডার জাস্টিন ট্রুডো থেকে শুরু করে লুক্সেমবুর্গের জ়াভিয়ের বেটেল সকলকেই সহাস্যে একেবারে বুকে টেনে নিয়েছেন মোদী।

আরও পড়ুনঃ ত্রিপুরায় মুসলিমদের উপর হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ ইউএসসিআইআরএফ প্রধানের

এই ঘটনায় একটি ব্রিটিশ সংবাদমাধ্যমের শিরোনাম, ‘উষ্ণতা বাড়ছে! অস্বস্তিকর মুহূর্তে তৈরি হল যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটু বেশি-ই কাছ থেকে গুতেরেসকে আলিঙ্গন করতে গেলেন’। প্রশ্ন উঠেছে, ব্রিটেনে যখন করোনা সংক্রমণ বাড়ছে, তখন দূরত্ব-বিধি মানার প্রয়োজনই মনে করলেন না ভারতের প্রধানমন্ত্রী! এমনকি তাঁর মুখে মাস্কও নেই!

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here