পিয়ালী দাস, বীরভূমঃ
অনুব্রত মণ্ডলের খোল-করতালের পর এবার বাড়ি বাড়ি গঙ্গাজল পৌঁছানোর সিদ্ধান্ত সরকারের।
ব্রাহ্মণদের গরু দান, কীর্তনীয়াদের খোল করতাল। এরপর বীরভুম, বাঁকুড়া ,পুরুলিয়া, পশ্চিম মেদনীপুর এই চার জেলা পেতে চলেছে গঙ্গাজল। সুদূর গঙ্গা থেকে পাইপ লাইন মারফত জেলায় জেলায় পৌঁছে যাবে বিশুদ্ধ গঙ্গার জল।
সেই জল ব্লকে ব্লকে বড় ট্যাংকার দ্বারা মজুত করা হবে । বড় ট্যাংকার থেকে পাইপ লাইন মারফত বিভিন্ন গ্রামে পৌছবে সেই জল। যে সমস্ত এলাকায় জলের সমস্যা তীব্র, বিশেষ করে বীরভূমের ঝাড়খন্ড লাগোয়া এলাকায় প্রথম শুরু হবে এই প্রকল্পের কাজ।
বিরোধী শূন্য জেলা পরিষদের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে প্রথমবারের জন্য মিটিং ডাকা হয়েছিল । সেই মিটিং-এর পর সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী। তিনি বলেন আমাদের লৌহমানব অনুব্রত মণ্ডলের জেলায় দিদির নজর বরাবরই একটু আলাদা। তার হাত ধরেই এই স্বপ্নের প্রকল্প পেয়েছে বীরভূম। তিনি আরও বলেন কেন্দ্রের কাছ থেকে পরপর দু’বছর সন্মানিত হয়েছি আমরা, এবারও রাষ্ট্রীয় সম্মানে সম্মানিত হতে চাই আমরা। পাঁচ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী পাঁচ বছরে ঢেলে সাজাবো গোটা বীরভূমকে।
আরও পড়ুনঃ আর্ন্তজাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে কর্মী বৈঠক
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584