পিয়ালী দাস,বীরভূমঃ
তাঁর বিরুদ্ধে হাজারো অভিযোগ বিরোধীদের। বীরভূম জেলায় নাকি ভয়াবহ সন্ত্রাস কায়েম করেছেন তিনি। সেই তিনিই, তৃণমূলের অবিসংবাদী নেতা অনুব্রত মণ্ডল জানিয়ে দিলেন, “এ বার এমন ভোট করব,যাতে ডি.এম শান্তি পুরস্কার নিয়ে আসতে পারেন।কোনও ঝুটঝামেলা নয় একদম শান্তির ভোট।”
চতুর্থ দফায় ২৯ এপ্রিল বীরভূমের দুটি আসনে ভোটগ্রহণ। শুক্রবার জেলা তৃণমূলের নেতাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।সেই বৈঠকের শেষে সাংবাদিকদের তিনি বলেন, “এটা অভ্যন্তরীণ মিটিং ছিল।কী ভাবে ভোট করতে হবে সেটা বুঝিয়ে দিলাম।
আরও পড়ুনঃ পোল ভোটের মন্তব্যে বিপাকে অনুব্রত
” অনুব্রত মণ্ডল যদি ভোটের পদ্ধতি বোঝান তাহলে তা জানার কৌতূহল তো হবেই।সাংবাদিকরাও সেই কৌতূহল চাপতে পারেননি। কেষ্টবাবুকে জিজ্ঞেস করা হয় কী ভাবে ভোট করবেন? উত্তরে অনুব্রত বলেন, “একদম শান্তিতে ভোট করতে বলেছি।কেউ যদি মারে, আরও এক গাল যেন কর্মীরা বাড়িয়ে দেয়।কিন্তু পাল্টা মারা যাবে না।” হঠাৎ এমন? সুর টেনে তিনি বলেন, “গান্ধীজি হব।গান্ধীজি হওয়া খারাপ নাকি? টিভিতে দেখাতে পারবেন না মারামারি হচ্ছে!”
তাঁর মুড কোনদিন কেমন থাকবে সেটা তৃণমূলের বীরভূম জেলার আচ্ছা আচ্ছা নেতাও বলতে পারেন না।যে দিন তিনি চড়া মেজাজে সে দিন বাণীও চড়া।আবার যে দিন নরম, সে দিন তাঁর মুখে গান্ধীজি। চড়া মেজাজের বাণী বলতে, “মোটা মোটা পাচনের বাড়িতে মাজা সোজা করে দিতে হবে।” কিংবা “পুলিশের গাড়িতে বোম মারুন। আমি বলছি বোম মারতে।” তবে এ দিন তাঁর মুড ছিল এক্কেবারে কুল। যেন ক্যাপ্টেন কুল।
কিন্তু বিরোধীরা এ সব কথায় ভুলছেন না। অনেকের মতে, অনুব্রতর সব কথার দুটো মানে থাকে। এটাই ওঁর স্ট্র্যাটেজি। চড়াম-চড়াম, গুড়বাতাসা, পাচন, নকুলদানা, একেকটা ভোট মানে একেকটা শব্দের ব্র্যান্ডিং। ইতিমধ্যেই নকুলদানা খাওয়ানোর কথা বলে কমিশনের একাধিক শোকজ খেতে হয়েছে তাঁকে। তবু তিনি নিজের ফর্ম থেকে সরেননি। তবে কেমন শান্তিতে ভোট হয় বীরভূমে তার জন্য অপেক্ষা করতে হবে ২৯ এপ্রিল পর্যন্ত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584