নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
ফের অসুস্থ বীরভূমের জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মন্ডল। শুক্রবার সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রতর। তার আগে অসুস্থ হয়ে পড়ায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে ভর্তি হতে হয়নি তাঁকে, ডাক্তারের পরামর্শ নিয়েই বাড়ি ফিরেছেন অনুব্রত। তবে সিবিআই দপ্তরে হাজিরা দেওয়া সম্ভব হয়নি অসুস্থতার কারণে। তবে ঠিক কি অসুস্থতার কারণে হাসপাতালে নিয়ে যেতে হয় তাঁকে তা স্পষ্ট ভাবে জানা যায়নি।
উল্লেখ্য, এই নিয়ে তিনবার সিবিআই দপ্তরে হাজিরা এড়িয়ে গেলেন অনুব্রত। এদিন সিবিআই দপ্তরে হাজিরা দিলেন না অনুব্রতর দেহরক্ষী সাইগেল হোসেনও। তিনিও অসুস্থতার কারণেই জাননি এমনটাই আইনজীবী মারফৎ চিঠি দিয়ে জানিয়েছেন সিবিআইকে।
অন্যদিকে জানিয়েছেন, হাজিরা দিতে না পারলেও গরু পাচার মামলার তদন্তে তিনি সহযোগিতা করবেন, জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতেও রাজি আছেন। কিন্তু শারীরিক কারণে কলকাতায় সিবিআই দফতরে যেতে পারবেন না। বোলপুরে বাড়ির কাছাকাছি ডাকা হোক তাঁকে। এই মর্মে আইনজীবী মারফৎ সিবিআই-কে চিঠিও দেন অনুব্রত মণ্ডল। এর আগে নির্বাচনোত্তর হিংসার মামলাতেও সিবিআই-এর জেরা এরিয়ে গিয়েছেন অনুব্রত।
আরও পড়ুনঃ ১৮ থেকে ৬০ বছর বয়সী পুরুষ নাগরিকরা দেশ ছাড়তে পারবেন না, নয়া নির্দেশিকা ইউক্রেন সরকারের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584