‘অন্ধ ধৃতরাষ্ট্র’ নির্বাচন কমিশনকে তোপ অনুব্রতর, শোকজ কমিশনের

0
76

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে ২৪ ঘন্টা নিষেধাজ্ঞা জারি করায় নির্বাচন কমিশনকে ‘অন্ধ ধৃতরাষ্ট্র’ বলে তোপ দাগেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। শীতলকুচি প্রসঙ্গে রাহুল সিনহা, দিলীপ ঘোষের মন্তব্য উল্লেখ করে তিনি বলেন এরপরেও ওদের কিছু হল না আর নিষেধাজ্ঞা জারি হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর!

EC Showcause Anubrata | newsfront.co

নির্বাচন কমিশন অন্ধ ধৃতরাষ্ট্রের মতো ব্যবহার করছে কমিশন। এই মন্তব্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যার পর অনুব্রতকে শো-কজ করেছে নির্বাচন কমিশন। রাত ১১ টার মধ্যেই জবাব দিতে হবে তাঁকে, উত্তর দিতে দেরি হলে তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারে কমিশন।

এর আগেও নির্বাচন কমিশন নজরবন্দি করেছিল অনুব্রতকে। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে সেই প্রসঙ্গ তুলে অনুব্রত বলেন, ‘‘আমি যদি দিলীপ ঘোষ বা রাহুল সিনহার মত কথা বলতাম তাহলে আমাকে নজরবন্দি করে রাখা হত। ২৪ ঘণ্টার মধ্যে আমাকে নজরবন্দি করে দিতে কমিশন।’’ অনুব্রত আরো বলেন, মমতার প্রচারে ২৪ ঘন্টা নিষেধাজ্ঞা জারির সবটাই বাংলার মানুষ দেখছেন। তাঁরাই এর বিচার করবেন।

আরও পড়ুনঃ উষ্কানীমূলক মন্তব্যের জেরে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে সতর্ক করল কমিশন

যদিও রাহুল সিনহার প্রচারেও ৪৮ ঘন্টা নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন, সে প্রসঙ্গে অনুব্রতর বক্তব্য “মুখ্যমন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আর রাহুল সিনহার ওপর নিষেধাজ্ঞা এক বিষয় নয়। মমতার ওপর কেন নিষেধাজ্ঞা সেই বিষয়টাই স্পষ্ট নয় আদৌ।” তবে তিনি এও বলেন বীরভূমে শান্তিপূর্ণ নির্বাচনই হবে, কোন মৃত্যুর ঘটনা ঘটবে না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here