নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে তিনদিন ঘেরাও করে রাখার হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বুধবার বিশ্বভারতীর অধ্যাপক সংগঠন ভিবিইউএফএ (বিশ্বভারতী ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশন)-র সদস্যরা অনুব্রত মণ্ডলের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন ও জানান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে আন্দোলনে নামছেন তাঁরা।

বিদ্যুৎ চক্রবর্তীর বিষয়ে এর আগে বিভিন্ন প্রতিক্রিয়া দিলেও এবার সরাসরি ঘেরাও-এর কথা বললেন অনুব্রত। জানিয়েছেন তাঁর বাড়ি ঘেরাও করে রাখবেন তিন দিন ধরে। ভিবিইউএফএ-এর আন্দোলনে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়ে অনুব্রত বলেন, অধ্যাপক সংগঠন ভিসি-কে বাড়িতে ঘেরাও করবে এবং সেই আন্দোলনে পূর্ণ সমর্থন দেবে তৃণমূল কংগ্রেস। এ প্রসঙ্গে অনুব্রতর ব্যাখ্যা, ‘‘পাগল ভিসি তো। ওঁর পাগলামিটা ছাড়াতে হবে। কী ভাবে ছাড়াতে হয় সেটা আমরা জানি।“
আরও পড়ুনঃ বিকাশভবনের সামনে আত্মহত্যার ঘটনায় শিক্ষিকারা ‘বিজেপি ক্যাডার’, পোস্ট ব্রাত্য বসুর
আন্দোলন কবে থেকে শুরু হবে সে বিষয়ে কিছু জানাননি অনুব্রত। শুধুই জানিয়েছেন “২ তারিখের পরে কোন একদিন শুরু করব। একনাগাড়ে তিন দিন ঘেরাও করে রাখব। পারলে আটকাবেন।“ উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব সম্ভবত আগামী ১ সেপ্টেম্বর বীরভূম সফরে যেতে পারেন। তাই মুখ্যমন্ত্রীর সফরের পরেই হয়তো আন্দোলনের দিনক্ষণ পাকা করবে তৃণমূল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584