বিতর্কিত মন্তব্যের পরপরই করোনা আক্রান্ত অনুপম!

0
124

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

সর্বভারতীয় সহ সম্পাদক হওয়ার পরের দিনই মুখ্যমন্ত্রীর সম্বন্ধে বিতর্কিত মন্তব্য করে তুমুল বিতর্কে জড়িয়ে পড়েছিলেন বিজেপি নেতা অনুপম হাজরা। বারুইপুরে একটি সভায় তিনি ও তার সমর্থকরা মাস্ক ছাড়া এলে সাংবাদিকদের প্রশ্নে তিনি জবাব দেন, ‘আমার করোনা হলে মুখ্যমন্ত্রীকে জড়িয়ে ধরব।’

Anupam Hazra | newsfront.co
অনুপম হাজরা

তার বক্তব্যের বিরোধিতা করেন বিজেপি নেতা মুকুল থেকে কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী সহ সকলেই। নিয়তির এমনই ফের, ২৪ ঘন্টার মধ্যে জ্বরে আক্রান্ত হওয়ার পর টেস্ট করে দেখা যায় তিনি করোনা পজিটিভ।

ফেসবুকে পোস্ট করে নিজেই এ কথা জানিয়েছেন তিনি। তবে নিজের করা বিতর্কিত মন্তব্য নিয়ে আর কোনও মন্তব্য করেননি। তবে ওই মন্তব্যের কারণে অনুপম হাজরার বিরুদ্ধে শিলিগুড়িতে এফআইআর করেছে তৃণমূলের উদ্বাস্তু সেল।

আরও পড়ুনঃ অনুপমের মন্তব্যের বিরুদ্ধে এফআইআর

তবে তার বিরুদ্ধে এফআইআরের মাসুল যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সুদে-আসলে দিতে হবে, তা সেদিনই স্পষ্ট করে দিয়েছিলেন তিনি। তিনি দাবি করেছিলেন, কেরোসিন তেল দিয়ে রাতের অন্ধকারে করোনা আক্রান্তের মৃতদেহ পুড়িয়ে দেওয়া হচ্ছে। এমনকী ছেলের মৃতদেহ দেখতে দেওয়া হচ্ছে না বাবাকে।

আরও পড়ুনঃ সস্ত্রীক করোনা আক্রান্ত ট্রাম্প

তিনি দাবি করেছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সাধারণ মানুষকে কাঁদতে হচ্ছে। এরকম প্রত্যেক ঘটনার জন্য মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর হবে। সেই মন্তব্যের ২৪ ঘণ্টার মধ্যেই ১০৩ জ্বরে আক্রান্ত হন অনুপম। তারপর তার করোনা টেস্টে পজিটিভ রিপোর্ট আসে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here