নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
২০২১ এ ক্ষমতায় আসার ব্যাপারে ইতিবাচক বিজেপির অনেকেই কিন্তু, সংগঠনে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। রাজ্য বিজেপির মূল সংগঠন অথবা দলের বিভিন্ন মোর্চার কমিটি তৈরিকে কেন্দ্র করে সেই ছবি সামনে আসছে। তার মধ্যেই অনুপম হাজরার একটি পোস্ট বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ছবি সামনে এনে দিলো।
আগামী বছর যদি দল ক্ষমতায় আসতে চায় তাহলে নিজেদের মধ্যে এইসব অন্তর্দ্বন্দ্ব মিটিয়ে নিতে হবে। দল ক্ষমতায় আসছে এমন ধারণা বদ্ধমূল হয়ে গেছে অনেক নেতার মধ্যেই আর এর ফলেই বাড়ছে নিজেদের ভেতর দ্বন্দ্ব। বোলপুরের প্রাক্তণ সাংসদ নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে দলের নেতাদের উদ্দেশ্যে সেকথা স্পষ্ট ভাবে বুঝিয়েও দিয়েছেন অনুপম।
আজ বোলপুরের সাংসদ অনুপম হাজরা একটি পোস্ট করেন তাঁর পেজে, ‘নিজেদের মধ্যে দ্বন্দ্ব-বিবাদ, ঝগড়া মিটিয়ে একতা বজায় রাখলেই ভাল। এতে বুথস্তর অব্দি কার্যকর্তারাও তৃণমূলের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়ার মনোবল পাবেন।’
অনুপম তাঁর ফেসবুক পোস্টে দ্বর্থহীন ভাষায় লিখেছেন নিজেদের ভেতরের এই দ্বন্দ্বের জন্য বিজেপির বাংলা বিজয় হয়তো অধরাই থেকে যেতে পারে। ওই পোস্টে তিনি আরও লিখেছেন, ‘আমরা যদি এই লড়াইয়ে বাইচান্স হেরে যাই, তাহলে তৃণমূলের অত্যাচার থেকে বাঁচার জন্য বাংলার বাইরে, অন্য কোনও রাজ্যে আমাদের নতুন কোনও বাসস্থান খুঁজতে হবে।“ পরিস্থিতি এরকম হলে কর্মীদের কি অবস্থা হতে পারে সেটাও তিনি ব্যাখা করেছেন তাঁর ফেসবুক পোস্টে।
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ
তিনি লিখেছেন , ‘সব থেকে দুরবস্থা হবে বুথস্তরের কার্যকর্তাদের। যাঁরা হচ্ছেন এই লড়াইয়ে আমাদের সৈনিক, যাঁরা নিজেদের প্রাণ অব্দি দিয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়ে যাচ্ছেন সারা বছর!!!’ পোস্টের শেষ লাইনে নেতাদের প্রতি তাঁর পরামর্শ, ‘তাই সংযত হোন, নিজেদের মধ্যে দ্বন্দ্ব-বিবাদ লড়াই বন্ধ করুন!!!’
আরও পড়ুনঃ পদ ছেড়ে গেলেন আবার ফিরেও এলেন সৌমিত্র, কিছুই জানেন না দিলীপ ঘোষ
২০১৯ লোকসভা ভোটে বাংলায় অভাবনীয় সাফল্য পাওয়ার পর বঙ্গ বিজেপি প্রস্তুতি শুরু করে পশ্চিমবঙ্গ দখলের। কিন্তু, দলের নেতৃত্বের দ্বন্দ্বের জেরে সমস্যা দেখা দিচ্ছে তাতে। গত শুক্রবারই, ভারতীয় জনতা যুব মোর্চার সব জেলা কমিটি বাতিল করে দেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত বিজেপির জেলা সভাপতিরাই দলের মোর্চার দায়িত্ব সামলাবেন বলে জানানো হয়েছে।
সপ্তমীর এই ঘটনার পরই অষ্টমীর দিন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি পদ থেকে পদত্যাগ করেন সৌমিত্র খাঁ এবং সংগঠনের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েও বেরিয়ে যান তিনি। অবশ্য তার কয়েক ঘন্টার মধ্যেই ফিরেও আসেন। বঙ্গ বিজেপির এই অন্তরকলহের মাঝে অনুপম হাজরার ফেসবুক পোস্ট বিতর্কে নতুন মাত্রা এনে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584