কেন্দ্রের বিরোধিতা করে মুখ খোলার ২৪ ঘন্টার মধ্যেই উল্টো সুর অনুপম খেরের

0
66

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

দেশজোড়া কোভিড বিপর্যয় নিয়ে হঠাৎই স্বভাববিরুদ্ধভাবে কেন্দ্রের বিপক্ষে সুর চড়িয়েছিলেন নরেন্দ্র মোদির গুণমুগ্ধ ভক্ত অভিনেতা অনুপম খের ৷ সরকার করোনা মোকাবিলায় ঠিকমতো কাজ করতে পারেনি, শুধু নিজেদের ভাবমূর্তি বাঁচাতে ব্যস্ত থেকেছে এইসব হঠাৎই বলে ফেলেন অনুপম।

anupam kher | newsfront.co
চিত্র সৌজন্যেঃ টুইটার

কিন্তু চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই একেবারে উল্টো সুর! বললেন যাঁরা কাজ করেন তাঁদেরই ভুল হয়।শুক্রবার ৬ লাইনের একটি হিন্দি কবিতা টুইট করে আগের মন্তব্যের ড্যামেজ কন্ট্রোলের চেষ্টায় নেমে পড়লেন অভিনেতা অনুপম খের৷নিজের পোস্টে তিনি লিখেছেন, “যাঁরা কাজ করেন, শুধু তাঁদেরই ভুল হয় ৷ যাঁরা অলসভাবে বসে বসে অন্যের দোষ খুঁজে বেড়ান, তাঁদের জীবন খুব শিগগিরই শেষের পথে চলে আসে ৷”

এর আগেও বিভিন্ন সময়ে সরকারের ঢাল হিসেবে অনেক কথা বলতে দেখা গিয়েছে অনুপম খেরকে। তবে হঠাৎ করেই তাঁর উল্টো সুর শুনে থমকে গিয়েছিলেন অনেকেই। অনুপম খের বলেন, কোভিড সংকটের সময় অনেক ক্ষেত্রেই নিজেদের কাজ ঠিকমতো করতে পারেনি কেন্দ্র ৷ একটি বেসরকারি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকরে এই প্রবীণ অভিনেতাকে বলতে শোনা যায়, “কিছুক্ষেত্রে তাদের কাজ ঠিকমতো করা থেকে সরে গিয়েছে কেন্দ্র…এইবার তাদের বোঝার সময় হয়েছে যে শুধুমাত্র ভাবমূর্তি তৈরি করার থেকেও এখন বেশি জরুরি মানুষের প্রাণ বাঁচানো৷”

আরও পড়ুনঃ কেন্দ্র থেকে পাঠানো ভেন্টিলেটরের অধিকাংশই অকেজো! বিস্ফোরক অভিযোগ গেহলটের 

তাঁকে প্রশ্ন করা হয়েছিল “সরকার কি কোভিড ত্রাণের থেকেও ভাবমূর্তি তৈরি করায় বেশি মনোযোগী হয়েছে? এই প্রশ্নের জবাবে অনুপম খের বলেন, “আমার মনে হয় অনেক ক্ষেত্রেই এই সমালোচনার যথেষ্ট কারণ রয়েছে ৷ দেশের মানুষ সরকারকে নির্বাচন করেছে ৷ কাজেই তাদের এই অবস্থায় মানুষের জন্য কিছু করা উচিত ৷ যে ব্যক্তির উপর এই সব ঘটনার প্রভাব পড়বে না, তিনি অমানবিক ৷ মানুষের মৃতদেহ ভেসে যাচ্ছে নদীতে, এটা মেনে নেওয়া যায় না।”

আরও পড়ুনঃ সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের ছবি তোলা বা ভিডিওগ্রাফিতে নিষেধাজ্ঞা জারি, কিন্তু কেন!

তবে পাশাপাশি সেদিনের সাক্ষাৎকারে অনুপম এও বলেন যে এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয়।কিন্তু একটা দিন কাটতে না কাটতেই একেবারে উল্টো সুরে বলে উঠলেন, যে কাজ করে তাঁরই ভুল হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here