নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
বলিউডে অনেক আগেই থাবা বসিয়েছে কোভিড-১৯। শনিবার করোনা আক্রান্ত হয়েছেন অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন। এবার করোনায় আক্রান্ত হলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের-এর মা। রবিবার সকালে টুইট করে অভিনেতা নিজেই জানিয়েছেন, তাঁর মা দুলারিদেবীর সোয়াব টেস্টের রিপোর্ট এসেছে পজিটিভ। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।
এ ছাড়াও করোনায় আক্রান্ত হয়েছেন অনুপম খেরের ভাই, তাঁর স্ত্রী এবং ভাইঝিও। তবে অনুপম খেরের কোভিড টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে, বলেই জানিয়েছেন তিনি।
রবিবার সকালে টুইটারে একটি ভিডিও শেয়ার করে অনুপম বলেন, “বেশ কয়েকদিন ধরে আমার মায়ের খিদে হচ্ছিল না। ডাক্তার দেখানো হয়। মায়ের রক্ত পরীক্ষা করে সব রিপোর্ট স্বাভাবিক ছিল। এরপর চিকিৎসকের পরামর্শে মায়ের সিটি স্ক্যান করানো হয়। এরপর মায়ের কোভিড পজিটিভ রিপোর্ট আসে। আমি আর আমার ভাই রাজুও টেস্ট করাই। রাজুর স্ত্রী এবং ছেলেমেয়েরও টেস্ট করানো হয়েছে। আমার এবং ভাইপোর রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে ভাই, তাঁর স্ত্রী এবং ভাইঝির পজিটিভ রিপোর্ট এসেছে।”
তাঁর মাকে আপাতত কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে পরিবারের অন্যান্য সদস্যরা বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন বলেও জানিয়েছেন অভিনেতা।
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত অমিতাভ বচ্চন
গতকাল রাতে টুইট করে অমিতাভ বচ্চন জানিয়েছিলেন, “করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। ভর্তি হয়েছেন নানাবতী হাসপাতালে। বিগ বি বলেন পরিবারের বাকি সদস্য এবং কর্মীদের কোভিড টেস্ট করানো হচ্ছে। পাশাপাশি তিনি এও বলেন যে গত দশ দিন যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁরা যেন অতি অবশ্যই টেস্ট করিয়ে নিন।”
আরও পড়ুনঃ করোনার বাড়বাড়ন্তে বেঙ্গালুরুতে ফের এক সপ্তাহের জন্য লকডাউন
বচ্চন পরিবারের সদস্যদের কোভিড টেস্ট করা হলে জয়া বচ্চন, ঐশ্বর্য এবং আরাধ্যা সকলেরই রিপোর্ট আসে নেগেটিভ। কর্মীদের মধ্যেও কারও রিপোর্ট পজিটিভ আসেনি বলেই জানা গিয়েছে। নানাবতী হাসপাতাল থেকে ইনস্টাগ্রামে একটি ছবিও শেয়ার করেছেন বিগ বি। রবিবার সকালে হাসপাতালের তরফে জানানো হয়েছে অমিতাভের অবস্থা স্থিতিশীল। সামান্য উপসর্গ ছাড়া আর কোনও সমস্যা নেই বিগ বি’র শরীরে। অভিষেকের ক্ষেত্রেও মৃদু উপসর্গই রয়েছে।
অন্যদিকে, বলিউড অভিনেত্রী রেখার স্প্রিং সি বাংলো সিল করে দিল বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন। পুরসভা সূত্রের খবর, বলিউড ডিভার বাংলোয় এক নিরাপত্তারক্ষীর শরীরে করোনার প্রমাণ মিলেছে। এর পরেই বান্দ্রার ওই বাংলো সিল করে দেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584