ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
সর্বভারতীয় এক ডিজিটাল সংবাদমাধ্যমে বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ এক সাক্ষ্যাৎকারে সিএএ নিয়ে সাম্প্রতিককালে দেশ জোড়া আন্দোলন এবং উপর্যুপরি পড়ুয়াদের উপর আক্রমণে তাঁর অভিমত প্রকাশ করেন। এই অনুষ্ঠানে তিনি বলিউডের অবস্থান বিষয়ে নিজের অভিমত প্রকাশ করেন এবং কালে কালে শিল্পের বিবর্তন বিষয়ে তাঁর মত প্রকাশ করেন।

সিনেমা জগতের যেসব ব্যক্তিত্ব সিএএ’র বিরোধিতা করছেন তাঁদের সম্পর্কে বলতে গিয়ে নাসিরুদ্দিন বলেন, “এঁদের সাহস বেশি, হারানোর তেমন কিছু নেই। ইন্ড্রাস্টিতে এঁদের চেয়ে বেশি প্রতিষ্ঠিত যাঁরা, তাঁরা কেন মুখ খুলছে না তা বোঝাই যায়। কিন্তু মনে প্রশ্ন জাগে, ঠিক কতটা হারানোর ভয় এঁদের? প্রাণের ভয় আছে কি? দীপিকা পাড়ুকনের মতো একটা মেয়ের সাহস তারিফ করতেই হয়, যে কিনা শীর্ষে থেকেও এরকম পদক্ষেপ নিতে পারে।”
বর্তমান সময়ের দেশাত্মবোধক ছবির প্রাধান্য নিয়েও মন্তব্য করেন নাসিরুদ্দিন। বলেন, “যাঁদের হাতে ক্ষমতা, তাঁদের কাছে বরাবরই মাথা নত করে ইন্ডস্ট্রি। তবে যেসব পরিচালক নতুন করে ইতিহাস লিখতে সাহায্য করছেন, তাঁদের নিজেদের বিশ্বাস কতটা তা নিয়ে আমার সন্দেহ আছে।”
নাসিরুদ্দিন তাঁর সতীর্থ অনুপম খের সম্পর্কে নিজের মতামত প্রকাশ করতে গিয়ে বলেন, “অনুপম খেরকে সিরিয়াসলি নেওয়ার কোনও প্রয়োজন নেই। ও একটা ভাঁড়। এফটিআইআই(ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট অফ ইন্ডিয়া) বা এনএসডি(ন্যাশানাল স্কুল অফ ড্রামা)-তে ওর সমসাময়িক যে কাউকে জিজ্ঞাসা করলেই জানতে পারবেন, ওর স্বভাবটাই চাটুকারের। ওর রক্তে রয়েছে, ওর কিছু করার নেই।”
সিএএ বিরোধী আন্দোলন চলাকালীন পর্বে সরকার পক্ষের সমর্থনে অনুপম বেশ কিছু টুইট করেন সেই প্রসঙ্গেই নাসিরুদ্দিনের এই অভিমত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584