ভাঙড়ে হিন্দুরা মুসলিমদের দ্বারা অত্যাচারিত, অস্তিত্বের সংকটে, প্রচারে বেরিয়ে মত অনুপমের

0
105

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

Anupam says bhangor hindu and muslim Oppressed
নিজস্ব চিত্র

যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপম হাজরা আজ সকালে বারুইপুর পশ্চিমের মদারাট পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় রোডশো করেন।

Anupam says bhangor hindu and muslim Oppressed
নিজস্ব চিত্র

এই তীব্র গরমের মধ্যেও সাধারণ মানুষ যে ভাবে বিজেপি প্রার্থীকে আশীর্বাদ ও ভালোবাসা দিচ্ছেন তাতে তিনি আল্পুত বলেই জানান।

Anupam says bhangor hindu and muslim Oppressed
নিজস্ব চিত্র

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনুপম হাজরা জানান,ধর্ম নিয়ে বিজেপি কোনো দিন রাজনীতি করেনি বরং তৃণমূল ধর্ম নিয়ে রাজনীতি করে।সেই জন্য নকল মুসলিম সেজে আসল মুসলিমদের ধোঁকা দিচ্ছে।

আরও পড়ুনঃ অভিষেকের ভোটপ্রচারে ভাগ্যশ্রী সুজিত

তিনি বলেন,ভাঙড়ে হিন্দুরা মুসলিমদের দ্বারা অত্যাচারিত,ভাঙড়ে হিন্দুরা অস্তিত্বের সংকটে।

মোদীজি সব ধর্মের জন্য যে প্রকল্প চালু করেছে তার ৯০ শতাংশ বাংলায় চালু হয়নি মুখ্যমন্ত্রীর জন্য।
সেন্ট্রালের টাকা নিয়ে পশ্চিমবঙ্গ নতুন করে নাম দিয়ে চালাচ্ছে।এই তীব্র গরমে আবেগ দিয়ে বিজেপিকে ভালোবাসে তাই এই মিছিলে সাধারণ মানুষের ভিড়।

তিনি কটাক্ষের সুরে আরও বলেন,এই গরমে যাদবপুরের এক প্রার্থী গ্লাবস পরে মানুষের সাথে করমর্দন করছে যাতে সাধারণ মানুষের ছোঁয়া না তার লাগে।তাকে এটাই বলব মানুষকে হৃদয় ও অন্তরের ভালোবাসা দিয়ে কাছে টানতে হয় তবেই সে প্রাকৃত মানুষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here