অনুপমের বহিষ্কার সঠিক মত অনুব্রতর

0
116

পিয়ালী দাস,বীরভূমঃ

Anupam's expulsion is correct
নিজস্ব চিত্র

গতকাল বোলপুরে তৃণমূল দলীয় কার্যালয়ে অনুব্রত মণ্ডলের তত্ত্বাবধানে শুরু হয় জেলা কমিটির বৈঠক। ওই বৈঠকে উপস্থিত ছিলেন,তৃণমূল নেতা আশিস বন্দ্যোপাধ্যায়, সহ সভাপতি অভিজিৎ সিংহ প্রমুখ। ১৯ জানুয়ারি কলকাতায় ব্রিগেডে কত সংখ্যক কর্মী সমর্থক বীরভূম থেকে যাবে, কীভাবে যাবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অনুপম হাজরাকে দল থেকে বহিষ্কার প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হন অনুব্রত মণ্ডল।

তিনি বলেন, ” অনুপমকে বহিষ্কার করে ভালো করেছে। নতুন খড় দিয়ে ঘর ছাওয়াতে হবে। আমার সঙ্গে ওর কোনও ঝগড়া ছিল না।” একই সঙ্গে লোকসভা নির্বাচন প্রসঙ্গে তাঁর বক্তব্য, বোলপুর লোকসভা কেন্দ্রের জন্য নতুন প্রার্থী খোঁজার কাজ দ্রুত শুরু হবে। এদিকে দুর্গাপুজো কমিটি গুলোকে আয়কর দপ্তরের পাঠানোর চিঠির প্রতিবাদে ১৭ জানুয়ারি বীরভূম জেলাজুড়ে মিছিল করার ডাক দেন তিনি।

আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের তরফে কাকে প্রার্থী করা হবে? এই প্রশ্নের জবাবে অনুব্রত মণ্ডল বলেন, “আশিসদা (মন্ত্রী) বলেছেন নতুন কাউকে খোঁজার কথা। এবার কমিটি বসে সিদ্ধান্ত নেবে কাকে প্রার্থী করা হবে।”

দুর্গাপুজো কমিটিগুলিকে নোটিশ পাঠিয়েছে আয়কর দপ্তর। এই প্রসঙ্গে অনুব্রতবাবু বলেন, “৪০০ দুর্গাপুজো কমিটিকে চিঠি করেছে। পুজো বন্ধ করতে চাইছে?” এর প্রতিবাদে চলতি মাসের ১৭ তারিখ জেলায় মিছিল করা হবে বলেও জানিয়েছেন।

আরও পড়ুন: উত্তরবঙ্গের জেলাগুলির প্রবীণদের ক্রীড়া প্রতিযোগিতা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here