নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
বিসিসিআই সভাপতি হলে কি হবে ক্রিকেট তো এখনও টানে সৌরভ গঙ্গোপাধ্যায়কে, তাই রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ দেখে মুগ্ধ সৌরভ।
Ha Ha Ha… this is an unbelievable match.
Aur kya kahein! #IPL2020 #RCBvMI— Sachin Tendulkar (@sachin_rt) September 28, 2020
সুপার ওভারের ম্যাচ দেখে তিনি টুইট করেন,কাম অন… এটাই আইপিএলের উত্তেজনা! এটাই আইপিএলের আকর্ষণ, প্রতিদিন এমন ম্যাচ দেখার অপেক্ষাতেই টিভিতে চোখ রাখা, এককথায় মুম্বই বনাম আরসিবি ম্যাচ অনবদ্য! এমন আরও উত্তেজক ম্যাচ দেখার জন্য।
What a game ..that’s why this is the best league in the world … amazing talent on display @bcci @IPL
— Sourav Ganguly (@SGanguly99) September 27, 2020
ম্যাচ দেখে খুশি সচিন তেন্ডুলকার ও অনুষ্কা শর্মাও। সচিন লেখেন,অবিশ্বাস্য ক্রিকেট, দুই দলই দারুণ ক্রিকেট উপহার দিল। এই ম্যাচকে ব্যাখ্যা করার মতো শব্দ খুঁজে পাচ্ছি না।
আরও পড়ুনঃ মর্যাদার বিরাট ম্যাচ জিতে নিলেন কোহলি
অনুষ্কা খুশির ঝলক দিয়ে বলেন, প্রতিটি সেকেন্ডে উত্তেজনা, গর্ভবতী মহিলার পক্ষে এমন উত্তেজনা সহ্য করা বোধহয় একটু বেশিই হয়ে গেল!’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584