নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
কোভিড ভ্যাকসিনের জন্য আগে থেকে অনলাইনে রেজিস্টার বা বুকিং করার প্রয়োজন নেই, জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ১৮ বছরের ঊর্ধ্ব যেকোনও ব্যক্তি টিকাকরণ কেন্দ্রে গেলেই সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন করিয়ে ভ্যাকসিন নিতে পারবেন।
কেন্দ্রের জারি করা বিবৃতি বলা হয়েছে, ভ্যাকসিনের জন্য কোউইন -এ রেজিস্ট্রেশন আর বাধ্যতামূলক নয়। টিকাকরণ প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই অনলাইন রেজিস্ট্রেশন নিয়ে সমস্যায় ভুগছিলেন অনেকেই। বিশেষ করে গ্রামের মানুষজন যারা অনলাইনে রপ্ত নন, এই কারণেই অনেকে ভ্যাকসিন নিতে পারছিলেন না। তাদের কথা ভেবেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তবে কবে থেকে এই নতুন নিয়ম চালু হবে তা এখনও জানানো হয়নি। সূত্রের খবর, চলতি সপ্তাহের মধ্যেই এই বিষয়ে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হবে রাজ্যগুলিকে।
উল্লেখ্য, গত ১ মে থেকে শুরু হয়েছিল ১৮-৪৫ বছরের ঊর্ধ্বে টিকাকরণ। কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, ভ্যাকসিন নিতে কো-উইন ওয়েবসাইটে নাম নথিভুক্ত করে নির্দিষ্ট দিনে প্রতিষেধক নিতে পারবেন। এতে দেখা যায়, অনেকেই আগে থেকে নাম লিখিয়েও নির্দিষ্ট দিনে টিকা নিতে যাচ্ছেন না টিকাকরণ কেন্দ্রে। এর ফলে ভ্যাকসিনের অপচয় হচ্ছে।
আরও পড়ুনঃ কেরলে মৎস্যজীবী হত্যায় ইটালি নাবিকদের বিরুদ্ধে মামলা বন্ধ করল সুপ্রিম কোর্ট
অপচয় রুখতে কেন্দ্র জানায়, এক্ষেত্রে ভ্যাকসিন বেঁচে গেলে আগে থেকে নাম নথিভুক্ত না থাকলেও টিকা নিতে ইচ্ছুক ব্যক্তিরা তখনই নাম লিখিয়ে ভ্যাকসিন নিতে পারবেন।আজকের নিয়ম অনুযায়ী, এখন থেকে কো-উইন ওয়েবসাইটে আর নাম নথিভুক্ত করার বাধ্যতামূলক থাকছে না। বয়স ১৮- র ঊর্ধ্বে হলেই নিকটবর্তী টিকাকেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন। মূলত টিকাকরণ কর্মসূচীতে গতি আনতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
আরও পড়ুনঃ রাজ্যে ক্রমশ কমছে দৈনিক সংক্রমণ, মৃত্যু কমে ৭৫
চিকিৎসক বিশেষজ্ঞদের মতে , ১৮ থেকে ৪৪ বছর বয়সী প্রত্যেককে টিকা দেওয়া হলে তবেই অতিমারী পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে। প্রাথমিকভাবে ভিড় এড়াতেই টিকাকরণের অনলাইন রেজিস্ট্রেশন শুরু করেছিল কেন্দ্র। তবে তাতে অনেকেই সমস্যার মুখে পড়ায়, নিয়মে পরিবর্তন আনল কেন্দ্র সরকার। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, সারা দেশে মোট টিকাকরণ হয়েছে ২৬ কোটি ১৯ লক্ষ ৭২ হাজার ০১৪ জনের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584