নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
সিএএ-এনআরসি-র প্রতিবাদে গর্জে উঠল কলকাতার রাজপথ। মধ্য কলকাতার এসএন ব্যানার্জি রোডে সিএএ বিরোধী মিছিলে পা মেলালেন অসংখ্যা সাধারণ মানুষ। মিছিলে যোগ দিয়েছেন অভিনেত্রী-পরিচালক অপর্ণা সেন, নাট্যব্যক্তিত্ব কৌশিক সেনও। মিছিলে শামিল হয়েছেন অসংখ্য পড়ুয়াও।
একটি জাতীয় গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে অপর্ণা সেন বলেন, ‘‘ধর্মনিরপেক্ষতা আঠার মতো ভারতবর্ষকে জুড়ে রেখেছে। যতদিন তার উপর আক্রমণ চলবে, ততদিন এই আন্দোলন চলবে’’। অভিনেতা কৌশিক সেন বলেন, এই সরকার ফ্যাসিস্ট, লম্বা লড়াই।
আরও পড়ুনঃ সিএএ বিরোধী বাম-কংগ্রেস জোটের মিছিল দিনহাটায়
মিছিলে যোগ দিয়েছিলেন অভিনেতা ঋদ্ধি সেনও। তিনি বলেন, ‘‘সাধারণ মানুষ একত্রিত না হলে মুশকিল। এটা জনগণের মিছিল। আজ ঐতিহাসিক দিন। দেশের সমস্ত নাগরিক আজ মিছিলে হাঁটছেন’’।
পাশাপাশি ইতিহাসবিদ রামচন্দ্র গুহর আটক হওয়ার ঘটনায় ‘ধিক্কার’ জানিয়ে অপর্ণা সেন বলেন, ‘‘১৪৪ ধারা জারি করে প্রতিবাদ থামানো যায় না’’।
আরও পড়ুনঃ গড়বেতায় সিএএ বিরোধী মিছিল তৃণমূলের
উল্লেখ্য, আজ দেশের নানা প্রান্তে হওয়া বিক্ষোভে অনেকজনকেই আটক করেছে পুলিশ। লাল কিলার সামনে থেকে বিক্ষোভরত স্বরাজ ইন্ডিয়ার সভাপতি যোগেন্দ্র যাদবকে আটক করেছে পুলিশ। অন্যদিকে দিল্লির মান্ডি হাউসে বিক্ষোভ প্রদর্শন করতে গিয়ে আটক হলেন সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, নীলোৎপল বসু, বৃন্দা কারাট-সহ বাম নেতারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584