জামিয়ার প্রতিবাদী পড়ুয়াদের সমর্থনে টুইট অপর্ণার, জানালেন সাভারকারের ভারত দেশ চায় না

0
58

ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ

অহিংস আন্দোলনের প্রস্তাব দিয়ে জামিয়া মিলিয়া বিশববিদ্যালয়ে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন করে টুইট করলেন চলচ্চিত্র পরিচালক অভিনেত্রী অপর্ণা সেন।

সংবাদ চিত্র

অপর্না সেন এদিন তাঁর টুইটার হ্যান্ডেলে লেখেন, ‘সাভারকারের ভারত দেশ চায় না। যুব সম্প্রদায় প্রতিবাদে গর্জে উঠেছে। বিশ্ববিদ্যালয়ে আক্রমণকারী প্রশাসনকে ধিক্কার। আমি পড়ুয়াদের পাশে আছি।‘ অন্য একটি টুইটে তিনি লেখেন, “ দয়া করে প্রতিবাদে অহিংস রাখুন। তাহলে আমাদের প্রতিবাদ আরও জোরালো হবে। গান্ধীকে স্মরণ করার সময় আগত।‘

রবিবার জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় চত্বরে নাগরিকত্ব (সংশোধনী) আইনের প্রতিবাদে বিক্ষোভকারী পড়ুয়াদের উপর পুলিশী হানার প্রতিবাদে সরব হয় সারা দেশ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ক্যাম্পাসে ঢুকে পুলিশ নির্বিচারে লাঠি চালায়, কাঁদানে গ্যাসের সেল ফাটায়। মসজিদ লাইব্রেরি থেকে শিক্ষার্থীদের বের করে পেটায় পুলিশ।

ছাত্রদের উপর এই বর্বরোচিত আক্রমনের প্রতিবাদে দেশ এবং দেশের বাইরে বিশিষ্টজনেরা প্রতিবাদে সরব হয়েছেন। প্রতিবাদে সরব হয়েছে হায়দ্রাবাদ, মুম্বাই, লখনৌ চেন্নাই, বেনারস-সহ দেশের একাধিক ক্যাম্পাস।

টুইট করে প্রতিবাদী পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছে অনুরাগ কাশ্যপ, তাপসী পান্নু, রিচা চাড্ডা, আয়ুষ্মান খুরানা, স্বরা ভাস্করের মতো শিল্পীরা। সেই পথে হেঁটেই এবার প্রতিবাদী পড়ুয়াদের পাশে দাঁড়ালেন অর্পণা সেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here