শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ থেকে মধ্যপ্রদেশে বাইরের মানুষজনের মত জেলেও বিপুল হারে করা হচ্ছে করোনা টেস্ট। কিন্তু পশ্চিমবঙ্গের জেলে বন্দিদের সংখ্যা কমানোর সিদ্ধান্ত হলেও এখনও পর্যন্ত একজন বন্দিরও করোনা টেস্ট করা হয়নি। অথচ পশ্চিমবঙ্গে যে হারে সংক্রমণ বাড়ছে, তাতে জেলবন্দিদেরও সংক্রমণ থাকার সম্ভাবনা থাকছে। তাই অবিলম্বে পশ্চিমবঙ্গের সমস্ত জেলে করোনা টেস্ট করার দাবি তুলল অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ ডেমোক্র্যাটিক রাইটস বা এপিডিআর।
একটি পরিসংখ্যান তুলে ধরে এপিডিআর জানিয়েছে, মহারাষ্ট্রের আর্থার রোড জেলেই ১৮৫ জন বন্দি করোনা আক্রান্ত। মহারাস্ট্রেরই, বাইকুলা মহিলা জেল এবং সাতারা জেলেও বন্দি ও কারাকর্মীরা করোনা আক্রান্ত। উত্তরপ্রদেশের আগ্রা জেলে এক বন্দি করোনায় মারা গেছেন, আরও ১৭ জন সংক্রামিত।
আরও পড়ুনঃ পরিকল্পনাহীন লকডাউন! রেড জোনেও ধাপে ধাপে শুরু অর্থনৈতিক কর্মকান্ডঃ মমতা
মধ্যপ্রদেশের ইন্দোর জেলে ১৯ জন করোনা সংক্রমিত। একই আশঙ্কায় বাগপত জেলেও অনেক বন্দিকে আইসোলেশনে পাঠানো হয়েছে। মহারাষ্ট্র সরকার সিদ্বান্ত নিয়েছে মোট ৩৫৬০০ জেলবন্দির অর্ধেক অর্থাৎ ৫০ শতাংশ বন্দিকে জামিনে বা প্যারোলে সাময়িক মুক্তি দেবে। প্রায় ১৮০০০ বন্দি সাময়িক মুক্তি পাবেন আশা করা হচ্ছে।
পশ্চিমবঙ্গ সরকারও এরাজ্যের জেলগুলিতে বন্দিদের ঠাসাঠাসি করে থাকা কমাতে ৫ থেকে ৬ হাজার বন্দি কমানোর সিদ্ধান্ত নিয়েছিল। এখন পর্যন্ত তার অর্ধেকেরও বেশি বন্দিকে ছেড়ে উঠতে পারেনি। তবে ৫ থেকে ৬ হাজার বন্দির সবাইকে ছাড়লেও এরাজ্যের জেলগুলি বিশেষ খালি হবে না।
আরও পড়ুনঃ নতুন রূপে আসছে লকডাউনের চতুর্থ পর্যায়, ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা
সেই কারণে এপিডিআরের দাবি, মাত্র ৫ হাজার থেকে ৬ হাজার বন্দিকে ছেড়ে মহারাষ্ট্রের মত এ রাজ্যেও অন্তত ৫০ শতাংশ বন্দিকে দ্রুত মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিক সরকার এবং দ্রুত তা কার্যকর করুক। মামলা নির্বিশেষে বয়স্ক, অসুস্থ, মহিলা ও শিশুদের জামিন বা প্যারোলে মুক্তি দেওয়া হোক। এছাড়া এপিডিআরের সম্পাদক রঞ্জিত শূর বলেন, ‘আমাদের দাবি অবিলম্বে রাজ্যের জেলে জেলে করোনা পরীক্ষা শুরু করা হোক। আচমকা বড় ধরনের সংক্রমণ ধরা পড়লে রাজ্যের চিকিৎসা পরিকাঠামোতে সামাল দেওয়া সম্ভব হবে না। ফলে করোনা চিহ্নিতকরণ না হলে বেঘোরে মারা পড়বেন বহু বন্দি ও কারা কর্মী।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584