রেশন সহ অন্যান্য দাবিতে জেলাশাসকের দ্বারস্থ এপিডিআর

0
40

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

জেলার বিভিন্ন অঞ্চলে গরিব মানুষদের রেশন সরবরাহ সংক্রান্ত সমস্যা নিয়ে এবারে জেলাশাসকের কাছে ডেপুটেশন দিল এপিডিআর মালদহ শাখার কর্মীরা। মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে জেলাশাসক এবং মহকুমা শাসকের হাতে একটি করে দাবি সনদ তুলে দেওয়া হয়।

deputation | newsfront.co
নিজস্ব চিত্র

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, জেলার শুধু ইংলিশ বাজার ব্লকেই প্রায় দশ হাজার মানুষ রেশন পরিষেবা থেকে বঞ্চিত। এখনও পর্যন্ত তাদের কোনো সমস্যার সমাধান করা হয়নি। এদিকে পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরছেন। কিন্তু তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিচ্ছে জেলা প্রশাসন।

আরও পড়ুনঃ তিনভাগে বিভক্ত বাংলার রেড জোন! লকডাউনে নতুন ছাড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কিন্তু অনেক শ্রমিকের তো নিজস্ব ঘর নেই। সেইসব শ্রমিকদের করোনা পজিটিভ ধরা পড়লে তাদের পরিবারে সংক্রমণ বাড়তে পারে। এই সব দাবি নিয়ে আজ জেলাশাসক এবং মহকুমা শাসকের হাতে দাবি স্মারকলিপি তুলে দেওয়া হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here