নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
যেসব শিশুদের শরীরে রয়েছে কোমর্বিডিটি, তাদের বিনামুল্যে করোনা টিকা দেওয়ার কথা ঘোষণা করলো অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের তরফে জানানো হয়েছে রক্তজনিত সমস্যা, কিডনির অসুখ, নার্ভের অসুখ, হার্টের সমস্যা, যকৃৎ অথবা অগ্ন্যাশয়ের গোলযোগ থাকলে বিনামূল্যে টিকা দেওয়া হবে সেই সব অপ্রাপ্ত বয়স্কদের।
অ্যাপোলো হাসপাতাল গ্রুপের চেয়ারম্যান ডা. প্রতাপ সি রেড্ডি জানান, যে সমস্ত শিশুদের কোমর্বিডিটি রয়েছে তাদের জন্য মারাত্মক হতে পারে করোনা সংক্রমণ। সে কথা চিন্তা করেই বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। বাচ্চাদের জন্য কেন্দ্রীয় সরকার দুটি ভ্যাকসিন নির্দিষ্ট করেছে। একটি জাইকোভ-ডি আর অন্যটি কোভ্যাক্সিন।
আরও পড়ুনঃ ডেল্টার পর এবার AY.4.2, দেখা মিলল ভারতের ৭ জনের দেহে
২ থেকে ১৮ বছরের মধ্যে শিশুদের দেওয়া হবে কোভ্যাকসিন, ১২ থেকে ১৮ বছরের শিশুদের দেওয়া হবে জাইকোভ-ডি, এমনই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে হাসপাতালের তরফে। সরকারের ছাড়পত্র পেলেই ভ্যাকসিন দেওয়া শুরু করবে অ্যাপোলো। দেশের দুশোটি টিকাকেন্দ্রে বিনামূল্যে টিকা দেবে অ্যাপোলো। কলকাতায় বাইপাশের ধারে অ্যাপোলো হাসপাতালে পাওয়া যাবে বিনামূল্যে টিকা। অ্যাপোলো হাসপাতালের এই ঘোষণা শুনে অন্যান্য বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষও এগিয়ে আসবেন বলেই আশা করছেন বিশেষজ্ঞরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584